Breaking News

MatthewForde

দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ডে নাম তুললেন ক্যারিবীয়ান বোলার ম্যাথু ফোর্ড

এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে দ্রুততম ফিফটির রেকর্ড ভাগ করে নিচ্ছেন ফোর্ড

MatthewForde Achieves Record for Fastest Fifty %%page%% %%sep%% %%sitename%%

MatthewForde

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ক্রিকেট এমন এক খেলা যেখানে প্রতিদিনই লেখা হয় নতুন ইতিহাস। আর বৃহস্পতিবার ডাবলিনে রচিত হল তেমনই এক বিস্ময়কর অধ্যায়। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ম্যাথু ফোর্ড (MatthewForde) শুধুমাত্র ব্যাট হাতে ঝড় তুলেই থামেননি, তিনি গড়ে ফেলেছেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির তালিকায় অন্যতম স্থান। আর তা করেছেন এমন এক রেকর্ডের পাশে নিজের নাম বসিয়ে, যেটা এতদিন শুধু সুপারস্টারদেরই দখলে ছিল।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নামেন শেষের দিকে। ম্যাচ তখন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কিছুটা হেলে পড়েছে। তবে ম্যাথু ফোর্ডের হাতে যেন ছিল ‘ডেস্ট্রাকশন’ এর চাবিকাঠি। মাত্র ১৬ বলেই পঞ্চাশ স্পর্শ করে ফেলেন তিনি, যা তাকে এনে দেয় ইতিহাসের অন্যতম দ্রুততম ফিফটির মালিকানার মর্যাদা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘রেকর্ড পুরস্কার’ ঘোষণা, কোন দল কত টাকা পাবে?

কিং কোহলি: টেস্ট ক্রিকেটে এক বিরাট অধ্যায়ের নাম

এতদিন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে, যিনি ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৬ বলে ফিফটি করেছিলেন। আজ ঠিক একই সংখ্যক বলে ফিফটি করে সেই তালিকায় নিজেকে তুলে ধরলেন ফোর্ড।

এই ইনিংসের বিশেষত্ব এখানেই নয়। ম্যাথু ফোর্ড মূলত একজন বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ব্যাট হাতে আলো ছড়ানোর সুযোগ পাননি। কিন্তু এদিন তিনি ব্যাট হাতে যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলেছেন, তা নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করেছে।

তিনি ১৯ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে ২টি চার ও ৮টি বিশাল ছক্কা হাঁকান। স্ট্রাইকরেট ছিল রীতিমতো ৩০৫.২৬! এই ধ্বংসাত্মক ইনিংসে তিনি প্রমাণ করলেন, ব্যাটিং শুধু ব্যাটসম্যানদের কাজ নয়।

ফোর্ডের এই ইনিংস সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিশ্বের নামকরা ক্রিকেট বিশ্লেষক, প্রাক্তন ক্রিকেটার এবং ভক্তরা তাঁকে নিয়ে প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন। অনেকে বলছেন, এবি ডি ভিলিয়ার্সের পাশে একজন “অপ্রত্যাশিত সুপারহিরো”-র আবির্ভাব যেন।

ক্রিকেটবিশ্বে যখন ব্যাটিং বিস্ফোরণ মানেই বড় নাম, তখন একজন বোলার এই তালিকায় ঢুকে পড়ায় তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা।

ওয়েস্ট ইন্ডিজ দল বরাবরই মারকাটারি ব্যাটসম্যানদের জন্য বিখ্যাত—গেইল, লারা, ব্রাভো, রাসেলরা ইতিহাস গড়েছেন ব্যাট হাতে। সেই তালিকায় এখন হয়তো জায়গা করে নিচ্ছেন ম্যাথু ফোর্ডও। তার এই ইনিংস শুধু রেকর্ডই নয়, দলকে এনে দেয় দ্রুত রান, গতি ও আত্মবিশ্বাস।

আরও পড়ুন :

বলিউড অভিনেতা মুকুল দেবের অকাল প্রয়াণ: ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ

লর্ডসের ফাইনালে ভারত নেই, কিন্তু রয়েছেন ভারতীয়রা

ad

আরও পড়ুন: