Mbappe10 RealMadrid
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২৫ জুলাই ২০২৫ : রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি এবার কাঁধে তুলে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবের কিংবদন্তি লুকা মদ্রিচের বিদায়ের পর ফাঁকা হয়ে যাওয়া এই ‘আইকনিক’ জার্সি নতুন মরশুম থেকে পরবেন ফরাসি সুপারস্টার (Mbappe10 RealMadrid)। দীর্ঘ ১৩ বছরের এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটিয়ে মদ্রিচ পাড়ি জমিয়েছেন এসি মিলানে। আর ঠিক তখনই ক্লাবের সমর্থকদের একান্ত চাওয়ার প্রতিফলন ঘটিয়ে, সেই ঐতিহাসিক জার্সির অধিকারী হলেন এমবাপ্পে।
লুকা মদ্রিচ ২০১২ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন এবং টানা ১৩ বছর ক্লাবের মিডফিল্ডে রাজত্ব করেন।
তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫টি UEFA চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা সহ অসংখ্য ট্রফি।
রিয়াল সমর্থকদের কাছে ১০ নম্বর মানেই ছিল ‘মদ্রিচ’ — শান্ত অথচ চুম্বকীয় নেতৃত্বের প্রতীক।
এবার সেই ১০ নম্বর কাঁধে তুলে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ফ্রান্সেও ১০ নম্বরেই খেলেন এমবাপ্পে
ফ্রান্স জাতীয় দলেও ১০ নম্বর জার্সিটি এমবাপ্পের ‘অধিকার’। তাই রিয়াল মাদ্রিদের হয়ে যখন তার খেলা নিশ্চিত হলো, তখন থেকেই আলোচনায় ছিল—মদ্রিচের বিদায়ের পর কি এমবাপ্পেই হবেন ১০ নম্বরের উত্তরসূরি?
মদ্রিচ এসি মিলানে যাওয়ার পর বিষয়টি সিলমোহর পেল। ক্লাব সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তে সম্মত ছিলেন কোচ কার্লো আনচেলত্তি ও ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
️ সমর্থকদের প্রতিক্রিয়া
রিয়াল সমর্থকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “১০ নম্বর জার্সি কিংবদন্তির প্রতীক। এমবাপ্পে তা পাওয়ার যোগ্য।”
অনেকে আবার লেখেন, “এটা শুধু একটি নম্বর নয়, এটা দায়িত্ব। এখন দেখার, এমবাপ্পে কতটা সফল হন এই চাপ সামলে।”
টুইটারে ট্রেন্ড করেছে #Mbappe10 এবং #GraciasModric—একদিকে পুরনো অধ্যায়ের বিদায়, অন্যদিকে নতুন ইতিহাসের সম্ভাবনা।
ক্লাউড টিভি স্পোর্টস রিপোর্ট | এমবাপ্পের জাদুতে গোল্ডেন বুট রিয়ালে
নতুন মরশুম, নতুন প্রত্যাশা
রিয়াল মাদ্রিদ ২০২৫-২৬ মরশুমে মাঠে নামছে অনেক প্রত্যাশা নিয়ে। এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা ও চুয়ামেনির মতো তরুণ তারকাদের নিয়ে গড়া দল এবার চায় আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে।
এমবাপ্পে বলেই দিয়েছেন,
“আমি জানি ১০ নম্বর জার্সির মানে কী। আমি চেষ্টা করব মদ্রিচের মতোই ক্লাবের জন্য লড়তে। এটা সম্মান ও দায়িত্ব দুইই।”
আরও পড়ুন :
২০২৯ পর্যন্ত মোহনবাগানেই অভিষেক টেকচাম, ৬ কোটি টাকার রেকর্ডে ছুঁয়েছে ফুল-ব্যাক চুক্তি
স্টিভ জবস-কন্যা ইভ জবসের রাজকীয় বিয়ে, পাত্র অলিম্পিক চ্যাম্পিয়ন হ্যারি চার্লস