Messi Baggio Jersey 2025
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষ্যে ফুটবল নক্ষত্রদের মিলনমেলা বসেছে যুক্তরাষ্ট্রে। বর্তমান তারকারা তো খেলছেনই, প্রাক্তনরা চাক্ষুষ করছেন। এর মধ্যেই দেখা হয়ে গেল দুই প্রজন্মের দুই কিংবদন্তি রবার্তো ব্যাজ্জিও ও লিওনেল মেসির । যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের খেলা দেখতে এসে বুধবার ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে দেখা করে তাকে ইতালি জাতীয় দলে নিজের বিখ্যাত ১০ নম্বর জার্সি উপহার দিয়েছেন (Messi Baggio Jersey 2025) তিনটি বিশ্বকাপে গোল করা একমাত্র ইতালিয়ান ব্যাজ্জিও।
৫৮ বছর বয়সি ইতালিয়ান কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ ও তার অটোগ্রাফসহ জার্সি উপহার পেয়ে আবেগাপ্লুত মেসি। জার্সিটি ১৯৯৪ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরেছিল ইতালি। টাইব্রেকার মিস করে সেদিন ইতালিকে ডোবালেও দেশটির ফুটবলে সর্বকালের সেরাদের একজন ব্যাজ্জিও।
বিশ্বকাপজয়ী মেসির সামনে নতুন চ্যালেঞ্জ: ক্লাব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ইন্টার মায়ামি
১৯৯৩ সালে ব্যালন ডি’অর জেতা প্রাক্তন এই মিডফিল্ডার ইন্টার মায়ামির অনুশীলনের সময় মেসির সঙ্গে দেখা করতে আসেন। শুরুতে চমকে গেলেও পরে ড্রেসিংরুমে তাকে স্বাগত জানিয়ে উপহারসহ ব্যাজ্জিওর সঙ্গে ছবি তোলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘কী অসাধারণ এক সাক্ষাৎ! অর্থপূর্ণ এই উপহার ও দারুণ সব কথার জন্য অনেক ধন্যবাদ রবার্তো। আপনি ফুটবলের ঐতিহাসিক কিংবদন্তি। আপনি যখনই আমাদের সঙ্গে দেখা করতে চান, তখনই আপনাকে স্বাগত জানাতে পারাটা আনন্দের।’
View this post on Instagram
এই মুহূর্তে মেসি নিজেও এক জীবন্ত কিংবদন্তি। ক্লাব ও দেশের হয়ে বিশ্বজয়ী এই তারকা বারবার বলেছেন, তিনি অতীতের কিংবদন্তিদের থেকে অনুপ্রাণিত হয়েছেন। ব্যাজ্জিওর মতো একজন কিংবদন্তি নিজে হাতে তাঁর প্রিয় জার্সি উপহার দিলেন মেসিকে—
এই মুহূর্ত ফুটবলপ্রেমীদের হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে।
আরও পড়ুন :
ভারত-ইংল্যান্ড সিরিজ: জয়ী অধিনায়ককে ‘পতৌদি পদক’ দেবে ইসিবি
কিংবদন্তিদের বিশ্বকাপ শুরু ১৮ জুলাই: মাঠ কাঁপাতে ফিরছেন গেইল, যুবরাজ, ডি ভিলিয়ার্সরা!