messis locker room
ক্লাউড টিভি ডেক্স: বার্সেলোনা মেসির স্মরণীয় সংগ্রহশালা থেকে নিলামে তুলছে মেসির ব্যবহার করা লকার (messis locker room)। দাম শুরু সাড়ে ৩ লাখ ডলার।
বার্সেলোনা অনন্য মেমোরাবিলিয়া প্রজেক্টের অধীনে নিলামে তুলেছে বিভিন্ন স্মৃতিময় সামগ্রী। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মেসির লকার (messis locker room) ও বেঞ্চ। ২০০৪-০৫ থেকে ২০২০-২১ মরসুম পর্যন্ত মেসি যে লকার ব্যবহার করতেন তাতে এখনো রয়েছে মেসির বুটের দাগ।
x (twitter) – https://x.com/cloudTV_NEWS
আর এই লকারটিতে রয়েছে মেসির বিখ্যাত জার্সি নম্বর ১০। আয়োজকরা এটিকে বলছেন, ‘মেসি স্মারকের অমূল্য নিদর্শন’, যা যে কোনো ফুটবল ভক্তের সংগ্রহশালার কেন্দ্রবিন্দু হতে পারে।
নিলামটি পরিচালনা করছে বিখ্যাত সংস্থা গোল্ডিন, যারা এর আগেও মেসি ও বার্সার বিভিন্ন স্মারক সফলভাবে বিক্রি করেছে। এর আগে বার্সা নিলামে তুলেছে ক্যাম্প ন্যু’র আসন, গোল নেট, এমনকি মাঠের ঘাস থেকে তৈরি ডায়মন্ডও।