Breaking News

আগস্টে সেরা মোহাম্মদ সিরাজ

মাত্র একটি ম্যাচ খেলেও আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ।

ওভাল টেস্টে দুর্দান্ত বোলিং করে আইসিসির আগস্ট মাসের সেরা হলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ।

আগস্টে আইসিসির মাস সেরা ক্রিকেটার হলেন মোহাম্মদ সিরাজ

আগস্টে সেরা মোহাম্মদ সিরাজ

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : মাত্র একটি ম্যাচ খেলেও আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসকে পিছনে ফেলে আইসিসির “প্লেয়ার অব দ্য মান্থ” হলেন তিনি।

সোমবার আইসিসি আগস্ট মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে। নারীদের মধ্যে সম্মাননা পেয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট।

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক ছিলেন সিরাজ। ম্যাচের শেষ দিন সকালে মাত্র কয়েক ওভারেই তুলে নেন ৩ উইকেট। তার আগুনে স্পেলের কল্যাণে ভারত ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় পায়।

প্রথম ইনিংসে ৮৬ রানে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫টি উইকেট নেন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই হন ম্যাচসেরা। সিরিজ শেষ হয় ২-২ সমতায়।

লর্ডস থেকে ওভাল: সিরাজের বিস্ময়কর প্রত্যাবর্তন, পরাজিত ব্রিটিশ। ওভাল যেন পলাশী 2.0

নিউজ রিপোর্ট: আমরা কুকুরের চেয়েও খারাপ অবস্থায় আছি: প্যালেস্টাইন নাগরিক

পুরস্কার পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় সিরাজ বলেন—
“আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ছিল স্মরণীয় সিরিজ। এই পুরস্কার আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও প্রাপ্য। তাদের বিশ্বাসই আমাকে সামনে এগিয়ে নিয়েছে।”

তিনি আরও জানান, ইংল্যান্ডের কন্ডিশনে শীর্ষ ব্যাটিং লাইন আপের বিপক্ষে বোলিং ছিল কঠিন চ্যালেঞ্জ। তবে সেটিই তাকে নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করেছে।

অন্যদিকে মহিলা বিভাগে আয়ারল্যান্ডের অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট মাসেরসেরা হয়েছেন। ব্যাট ও বলে তার ধারাবাহিক পারফরম্যান্স আইসিসির নজরে আসে।

আরও পড়ুন :

ভারত খেলে বিশ্বমানের ক্রিকেট, পাকিস্তান পড়ে আছে ক্লাব স্তরে: শোয়েব আখতার

অফিসে অসুস্থতার কারণে ছুটি চাইবার মাত্র ১০ মিনিট পরেই হার্ট অ্যাটাকে মারা গেলেন

ad

আরও পড়ুন: