MohammedanSporting FIFAAction
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস নাহুয়েল গোমেজের বকেয়া পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হওয়ায় মহামেডান স্পোর্টিং ক্লাবের উপর ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করল ফিফা। গত ৭ জুলাই ফিফার পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত গোমেজের বকেয়া মেটানো হচ্ছে, ততদিন ক্লাব কোনও নতুন খেলোয়াড়কে জাতীয় বা আন্তর্জাতিকভাবে নিবন্ধন (MohammedanSporting FIFAAction) করতে পারবে না।
ফিফার ভাষায়,
“টানা রেজিস্ট্রেশন উইন্ডো অবধি এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, যদি না ক্লাব বকেয়া অর্থ মিটিয়ে ফেলে।”
সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল, ২০২৭ পর্যন্ত লাল-হলুদে
দল বদলের গুঞ্জন থামিয়ে দিলেন বিষ্ণু, দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে থাকছেন তরুণ তারকা
২০২৩ সালে অ্যালেক্সিস গোমেজ যোগ দিয়েছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবে। তাঁর খেলা দুই মরসুমে ক্লাব আই-লিগ শিরোপা জেতে এবং পরবর্তী মরসুমে ISL-এ উন্নীত হয়। এই সময় গোমেজ চারটি গোল করেন এবং দশটি গোলে অ্যাসিস্ট দেন। মাঠের পারফরম্যান্সে তিনি ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য বিদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন।
বর্তমানে গোমেজ খেলছেন ইন্দোনেশিয়ার প্রিমিয়ার লিগের পার্সিজাপ জেপারা ক্লাবে। তবে তাঁর আগের ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের কাছে থাকা আর্থিক পাওনা এখনও মেটানো হয়নি বলে অভিযোগ জানান তিনি।
এটি এক সপ্তাহের মধ্যে মহামেডান স্পোর্টিংয়ের উপর দ্বিতীয়বার ট্রান্সফার নিষেধাজ্ঞা। গত সপ্তাহেও অন্য এক খেলোয়াড় সংক্রান্ত মামলায় ফিফা একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছিল বলে সূত্র জানায়।
কীভাবে প্রভাব পড়বে ক্লাবের উপর?
এই নিষেধাজ্ঞার অর্থ, ক্লাব আপাতত কোনও নতুন ফুটবলার সই করাতে পারবে না—না ঘরোয়া, না আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টে। ফলে আসন্ন মরসুমে দলগঠন এবং স্কোয়াড গভীরতা বজায় রাখতে মহামেডানের সামনে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে ফেডারেশনের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,
“এটি ক্লাবের অব্যবস্থাপনার ফল। বারবার এমন নিষেধাজ্ঞা মানে শুধুই ক্লাবের বদনাম নয়, দেশের ফুটবলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
আরও পড়ুন :
ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে
ডুরান্ড কাপ ২০২৫: মোহনবাগান সুপার জায়ান্টের সময়সূচি, ম্যাচ তালিকা ও ভেন্যু বিস্তারিত