MSD Retirement
শান্তিপ্রিয় রায় চৌধুরী : বলা যেতে পারে চিপক ছিল চেন্নাই সুপার কিংসের নিশ্ছদ্র দুর্গ। চেন্নাইয়ে গিয়ে সুপার কিংসকে হারানো আইপিএল দলগুলির কাছে স্বপ্ন ছিল। এমনটা নয় যে, চিপকে কখনও হারেনি সিএসকে। প্রতি মরশুমেই ঘরের মাঠে কিছু ম্যাচে ধোনিরা (MSD Retirement) অবশ্যই হেরেছে। তবে আগে কখনও নিজেদের ডেরায় এমন বিপর্যয় দেখা যায়নি চেন্নাইয়ের। আইপিএল ২০২৫-এর শুরুতেই যেভাবে একের পর এক মাহিরা হারছে ,তাতে শুক্রবার নাইটদের বিপক্ষে চিপক দুর্গে এই পতনটা হওয়াটাই ছিল স্বাভাবিক।
আইপিএল ২০২৫-এ চেন্নাই এই নিয়ে মোট ৬টি ম্যাচে খেলে ফেলল। তারা জয় দিয়ে অভিযান শুরুর পরে টানা ৫টি ম্যাচে হারের মুখ দেখে। এর ফলে ঘরের মাঠে চেন্নাই এবছর লজ্জার নজির গড়েছে, যা দেখে বলাই যায় যে, চিপক দুর্গের চার দেওয়াল বিধ্বস্ত। আর সেই দেখে বলতেই হচ্ছে, সম্রাট ধোনির বিদায় বোধ হয় সময়ের অপেক্ষা। সেই সঙ্গে বলতে হচ্ছে চলতি মরশুমের শেষে মাহির আইপিএল থেকে অবসর (MSD Retirement) নেওয়ার সম্ভাবনা প্রবল।
ফুটবলের মজার ঘটনা : যুগ যুগ ধরে বিশ্ব ক্রীড়াঙ্গনে কত মজার ঘটনাই না ঘটেছে।
মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে ম্যাচ চলাকালে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি
এবছর চিপকে চেন্নাইয়ের চারটি হতাশাজনক পরাজয়ের নজিরের মধ্যে রয়েছে পরপর ৩টি ম্যাচে যথাক্রমে আরসিবি, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হওয়া।
চিপকে আরসিবির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চেন্নাই সব থেকে বড় ব্যবধানে, ৫০ রানে হেরেছে। ঘরের মাঠে এরকম হতাশা জনক হার ধোনিদের (MSD Retirement) কখনোই হয়নি। সেই ম্যাচে শুরুতে ব্যাট করে আরসিবি ৭ উইকেটে ১৯৬ রান তোলে। জবাবে চেন্নাই ৮ উইকেটে ১৪৬ রানে শেষ হয়ে যায়। চিপকে প্রথমে ব্যাট করে চেন্নাই এত বড় ব্যবধানে হারের মুখ দেখল এবারই। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫৯ বল বাকি থাকতে ম্যাচ হেরেছে সিএসকে। শুরুতে ব্যাট করে চেন্নাই আশ্চর্যজনকভাবে ২০ ওভারে করেছে মাত্র ১০৩ রান। পালটা ব্যাট করতে নেমে কেকেআর ১০ ওভারেই ২ উইকেটে তুলে নিয়েছে এই রান।এই মাঠে শুরুতে ব্যাট করে আগে কখনও এত বেশি বল বাকি থাকতে ম্যাচ হারেনি সিএসকে।
চিপকে দীর্ঘ ১৭ ও ১৫ বছর পরে আরসিবির এবং দিল্লি ক্যাপিটালসের কাছে শোচনীয় ভাবে হেরে গেল সিএসকে। ২০০৮ সালের পর ঘরের মাঠে চেন্নাই এবারই প্রথম বেঙ্গালুরুর কাছে হারল। আর ঘরের মাঠে ২০১০ সালের পর এবারই প্রথম দিল্লির কাছে হেরে গেল ধোনির (MSD Retirement) চেন্নাই ।
#MSdhoni #dhoni #chipak #RetirementRumour #Ipl2025 #chennaisuperkings #csk #MSDRetirement
আরও পড়ুন :
ওয়াকফ বিরোধী বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ, প্রাণহানিতে শোকের ছায়া
চাকরিহারা শিক্ষককে লাথি: বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসআই রিটন, সামনে এল পুরনো কীর্তি