neymar earning
ক্লাউড টিভি ডেক্স: চোটের সঙ্গে নেইমারের শত্রুতা অনেক পুরোনো। সৌদি আরবের আল হিলালে আসার পর ৭টা ম্যাচ মাঠে নেমেছেন তাও আবার বদলি হিসাবে। একটা ম্যাচ তো দেখা গেছে মাঠে নেমে ইনজিওর হয়ে আবার উঠে যেতে। তারপর তিনি আর মাঠেই নামেননি। কিন্তু তাতেই বাজিমাত। অল্প সময় মাঠে নামার পরও তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা (neymar earning)। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে এরকম তথ্য, যা চোখ কপালে ওঠার মতো।
২০২৪ সালে নেইমার আল হিলালে এই অবস্থায় আছেন। তবু ব্রাজিলের এই তারকা ফুটবলারের বেতন বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আল হিলাল থেকে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। ভারতের হিসেবে ১২০০ কোটি টাকার ওপরে। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ হয়ে যাবে (neymar earning)।
আর সদ্য শেষ হওয়া বছরে নেইমার দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা!
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে এসেছেন নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস থাকলেও সব মিলে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাইছে না আল হিলাল। চুক্তি নবায়ন না করলে তাঁর পরবর্তী গন্তব্য এখনো স্পষ্ট নয়। পুরোনো সতীর্থ লিওনেল মেসি–সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার একটা গুঞ্জন উঠলেও ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?
এসে গেল দলবদল, মেসি–রোনালদো–নেইমাররা এবার যাচ্ছেন কোন ঠিকানায়