Breaking News

offbeat football stories

ফুটবল নিয়ে অদ্ভুত ঘটনা: মজা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ফুটবলাররা অনেক অদ্ভুত ঘটনাই ঘটিয়েছেন যা শুনলে আপনাকে অবাক হতে হবে। সেই ঘটনা কখনো হয় মর্মান্তিক, আবার কখনো হয় হাস্যকর।

Offbeat Football Stories That Will Amaze You %%page%% %%sep%% %%sitename%%

offbeat football stories

শান্তিপ্রিয় রায়চৌধুরী : সালটা ১৯৭৮। সামান্য মজার চূড়ান্ত পরিণতি দেখা গিয়েছিল ফুটবলার লুসিয়ানো রি সেসোনির ক্ষেত্রে। মাঠ এবং মাঠের বাইরে সেন্স অব হিউমারের জন্য পরিচিত ছিলেন লাজিওর এই মিডফিল্ডার (offbeat football stories)।

১৯৭৮ সালে রোমে একটি গয়নার দোকানে ঢুকে হঠাৎই চিৎকার করতে থাকেন, “যার কাছে যা আছে দিয়ে দাও, আমি এখানে ডাকাতি করতে এসেছি।” মুহূর্তে গর্জে ওঠে দোকানের মালিকের বন্দুক। লুটিয়ে পড়েন ফুটবলার সেসোনি। মাটিতে পড়ে গিয়ে তিনি বলতে থাকেন যে, আমি একজন ফুটবলার।এটা আমি মজা করছিলাম। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় লাজিওর এই ফুটবলারের!

মাওখানুতে হবে ‘উত্তর-পূর্বের বৃহত্তম’ স্টেডিয়াম

ফুটবলের মজার ঘটনা : যুগ যুগ ধরে বিশ্ব ক্রীড়াঙ্গনে কত মজার ঘটনাই না ঘটেছে।

খেলা ছেড়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে শাস্তি (offbeat football stories):

বান্ধবীর সঙ্গে দেখা করার কথা ছিল আইরিশ ফুটবলার স্টিফনের। কিন্তু ২০০৭ সালের সে দিন চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলা ছিল আয়ার্ল্যান্ডের। তা হলে উপায়? দলকে জানিয়ে দেন, তাঁর ঠাকুমা মারা গিয়েছেন এবং সেখানে তাঁর যোগদান আবশ্যিক।পরে জানা যায়, দিব্যি বেঁচে আছেন স্টিফনের ঠাকুমা। মিথ্যা ধরা পড়ায় ক্ষমা প্রকাশ্যে চান স্টিফন এবং তাঁর বড় ধরনের শাস্তিও হয়।

ফুটবল মাঠের ঘটনা যুদ্ধে পরিনত হয়েছিল (offbeat football stories):

ম্যাচটা ছিল ১৯৬৯ সালে বিশ্বকাপ যোগ্যতা নির্ধারণী ম্যাচে। এল সালভাদরের মুখোমুখি হয়েছিল হন্ডুরাস। সেই ম্যাচের কয়েক মাস আগে থেকেই সমস্যা চলছিল প্রতিবেশী দুই দেশের মধ্যে। ম্যাচের আগের রাতে সালভাদরের ফুটবলারদের ঘুমে ব্যাঘাত ঘটাতে হোটেলে ক্রমাগত ইট ছুড়ে ছিলেন হন্ডুরাস সমর্থকরা। পরের দিন ম্যাচে হেরে যায় সালভাদর। হারের শোকে আত্মঘাতী হন এক সমর্থক। বদলা নিতে হন্ডুরাস আক্রমণ করে সালভাদর সেনা। যুদ্ধে মৃত্যু হয় ছ’হাজার মানুষের।

আরও পড়ুন :

ISL : এবারের ইন্ডিয়ান সুপার লিগ থেকে যারা উঠে এলেন

সৌদি সরকারের ঘোষণা: ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না

ad

আরও পড়ুন: