Breaking News

AnimeshKujur IndiaFastestMan

অনিমেষ কুজুর: ভারতের দ্রুততম মানব হয়ে ইতিহাস গড়লেন ছত্তিশগড়ের তরুণ

মাত্র ছ' বছরের মধ্যেই ফুটবলার থেকে দৌড়বিদে পরিণত হয়ে এই প্রজন্মের স্বপ্ন হয়ে উঠেছেন অনিমেষ কুজুর। গত মে মাসে ২০০ মিটারেও ২০.৩২ সেকেন্ডে জাতীয় রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হন। এবার ১০০ মিটারেও একই নজির স্থাপন করে ‘দ্রুততম ভারতীয়’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কোচ মার্টিন ওউন্স বলেন, “আমরা এখনও তার সীমার প্রান্ত ছুঁইনি।”

AnimeshKujur IndiaFastestMan Sets New Record %%page%% %%sep%% %%sitename%%

AnimeshKujur IndiaFastestMan

ক্লাউড স্পোর্টস ডেস্ক : ভারতের অ্যাথলেটিক্স ইতিহাসে ৫ জুলাই, ২০২৫ এক স্মরণীয় দিন হয়ে থাকল। মাত্র ২২ বছর বয়সে ছত্তিশগড়ের অনিমেষ কুজুর ১০০ মিটার দৌড়ে ১০.১৮ সেকেন্ডে দৌড়ে ভেঙে দিলেন ভারতের জাতীয় রেকর্ড। গ্রীসের ভারি শহরে অনুষ্ঠিত Dromia International Sprint & Relays Meeting-এ এই রেকর্ড গড়ে ভারতীয় স্প্রিন্ট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন অনিমেষ।

এই রেকর্ড ভাঙার মাধ্যমে কুজুর শুধু গুরিন্দরবীর সিং-এর ১০.২০ সেকেন্ডের আগের জাতীয় রেকর্ডই (২০২৫ সালের মার্চে বেঙ্গালুরুতে করা) ছাপিয়ে যাননি, বরং প্রমাণ করেছেন, ভারতের স্প্রিন্টাররা এখন বিশ্বমানের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে।

২০০৩ সালের ২ জুন জন্ম নেওয়া অনিমেষ কুজুর ছত্তিশগড়ের বাসিন্দা। ছোটবেলায় ফুটবল খেলতেন, কিন্তু পরবর্তী সময়ে স্কুল পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় সাফল্য পেয়ে তিনি অ্যাথলেটিক্সে মন দেন। তাঁর প্রশিক্ষণের সূচনা হয় ছত্তিশগড় রাজ্য অ্যাকাডেমিতে, পরে ওড়িশার হাই পারফরম্যান্স সেন্টারে কোচ মার্টিন ওউন্স-এর অধীনে প্রশিক্ষণ নেন।

২০২৪ সালের মাঝামাঝি থেকেই কুজুর ভারতের অ্যাথলেটিক্স মহলে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। ২০২৫ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে তিনি ২০০ মিটার দৌড়ে ২০.৩২ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। এরপরই শুরু হয় তাঁর “ডাবল স্প্রিন্ট কিং” হবার যাত্রা।


ডাবল রেকর্ডধারী: ১০০ মিটার ও ২০০ মিটার

মাত্র এক মাসের ব্যবধানে দুটি ভিন্ন ইভেন্টে জাতীয় রেকর্ড গড়ে ফেলেছেন অনিমেষ:

  • ১০০ মিটার: ১০.১৮ সেকেন্ড (৫ জুলাই, ২০২৫, গ্রীস)

  • ২০০ মিটার: ২০.৩২ সেকেন্ড (৩১ মে, ২০২৫, গুমি, দক্ষিণ কোরিয়া)

ভারতের ইতিহাসে তিনিই প্রথম অ্যাথলেট যিনি দুইটি স্প্রিন্ট ইভেন্টেই জাতীয় রেকর্ডের অধিকারী। কোচ মার্টিন ওউন্স বলেন, “আমরা অনিমেষের আসল সামর্থ্যের কেবল শুরুটা দেখেছি। সামনে সে আরও বড় কিছু করে দেখাবে।”

ট্যুর দ্য ফ্রান্সে কোফিদিসের ১১টি LOOK বাইক চুরি – কী ঘটলো ও পরিণতি কী?

এজবাস্টনে ভারতের গৌরবগাথা: বাংলার আকাশ দীপের ১০ উইকেট, টেস্ট সিরিজে ফিরল টিম ইন্ডিয়া

কুজুরের এই সাফল্য শুধু পারফরম্যান্স নয়, দৃঢ় মনোবলেরও প্রতীক। ২০২৫ সালের জুন মাসে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে তিনি জ্বরে ভুগছিলেন। তবুও, ফাইনালে নামেন এবং দারুণভাবে ব্রোঞ্জ জিতে নেন। সেই রেসে তাঁর টাইমিং ছিল ২০.৩২ সেকেন্ড – যা জাতীয় রেকর্ড হিসেবেও গণ্য হয়।

নিজের বক্তব্যে অনিমেষ বলেন, “শুরুটা খুব একটা ভালো হয়নি, কিন্তু আমি জানতাম আমাকে রেসটা শেষ করতে হবে। বাঁকটা ভালোভাবে নিয়েছিলাম, তাতেই ফল এসেছে।”

ভারতের সাম্প্রতিক সময়ে দ্রুত উন্নতি করছে ১০০ ও ২০০ মিটার দৌড়ে। অনিমেষ কুজুর ছাড়াও এই দলের অংশ:

  • গুরিন্দরবীর সিং

  • মানিকান্ত ধোবলি

  • আম্লান বোরগোহাইন

এই চারজন মিলে ২০২৫ সালের জুনে ৪×১০০ মিটার রিলে-তেও জাতীয় রেকর্ড (৩৮.৬৯ সেকেন্ড) গড়েছেন। ভারতের অ্যাথলেটিক্সে এখন এক নতুন তরঙ্গ দেখা যাচ্ছে।

অনিমেষ কুজুর এখন লক্ষ্য করছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০২৮ অলিম্পিকে অংশ নেওয়ার দিকে। তাঁর বর্তমান ফর্ম, টাইমিং, ও মানসিক দৃঢ়তা দেখে অ্যাথলেটিক্স বিশ্লেষকরা বলছেন – তিনি যদি এমনই ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে অলিম্পিক ফাইনালে ভারতীয় প্রতিনিধিত্ব করাটা শুধু স্বপ্ন থাকবে না, বাস্তবেও রূপ নেবে।

আরও পড়ুন :

‘গাজার জন্য নীরবতা’: আধঘণ্টার ডিজিটাল প্রতিবাদের ডাক দিল সিপিআই(এম)

ক্লাব বিশ্বকাপে শেষ চারে চেলসি, রিয়াল, পিএসজি ও ফ্লুমিনেন্স — কারা উঠবে ফাইনালে?

ad

আরও পড়ুন: