Breaking News

Mary Kom Divorce

মেরি কমের বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে!

নির্বাচনে প্রচারে এই দম্পতি খরচ করেছিলেন ২ থেকে ৩ কোটি টাকা। কিন্তু ভোটে হার হয়েছিল ওনলারের। আর এই হারটা মেরি কম মেনে নিতে পারেননি।

Mary Kom Divorce: The Story Behind the Split %%page%% %%sep%% %%sitename%%

Mary Kom Divorce

ক্লাউড টিভি ডেস্ক : ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরিকমের সংসার এখন টলমল। ভাঙতে (Mary Kom Divorce) চলেছে তাদের সংসারl ২০০৫ সালে মেরিকম বিয়ে করেছিলেন কারুং ওনখোলের ওরফে ওনলারকে। তারপর দীর্ঘ ২০ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। তাদের রয়েছে চারটি সন্তান।

তাহলে কি কারনে তাদের বিচ্ছেদ (Mary Kom Divorce) ঘটতে চলেছে? ঘটনার সূত্রপাত ২০২২ সালে মণিপুর বিধানসভা ভোটে ওনলারের হারের পর থেকেই। জানা যায় ওই নির্বাচনে প্রচারে এই দম্পতি খরচ করেছিলেন ২ থেকে ৩ কোটি টাকা। কিন্তু ভোটে হার হয়েছিল ওনলারের। আর এই হারটা মেরি কম মেনে নিতে পারেননি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বামীর নির্বাচনে হারের পর থেকেই মেরি চার সন্তানকে নিয়ে এখন থাকছেন ফরিদাবাদে। আর ওনলার থাকেন দিল্লিতে।

বলিউড অভিনেতা অরুণোদয় সিং-এর অদ্ভুত বিবাহবিচ্ছেদ, কারণ এক পোষ্য কুকুর!

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘‌নির্বাচনী প্রচারে এত টাকা খরচ করার পরেও হারটা মেরি কিছুতেই মেনে নিতে পারছেন না। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওনলার রাজনীতিতে প্রবেশ করতে চাননি। কিন্তু স্ত্রীর জেদাজেদিতেই তিনি ভোটে দাঁড়াতে রাজি হন।

দম্পতির তরফে বিবাহবিচ্ছেদ (Mary Kom Divorce) নিয়ে কিছু বলা না হলেও দম্পতির ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, বিবাহবিচ্ছেদের গুজব সত্যি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এদিকে সূত্রের আরও খবর, মেরির নাকি অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। সম্প্রতি মেরির একটি পোস্টে এই জল্পনা আরও ছড়িয়েছে।
সূত্রের খবর, স্ত্রী চলে যাওয়ায় রীতিমতো ভেঙে পড়েছেন ওনলার।

আরও পড়ুন :

জঙ্গিপুরের সাংসদ শান্তি রাখার বার্তা দিলেন, আর কি বললেন শুনুন

ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: কোন ম্যাচ না খেলেই বিশ্বচ্যাম্পিয়ন!

Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7

ad

আরও পড়ুন: