NeerajChopra 90MeterThrow
শান্তিপ্রিয় রায়চৌধুরী | ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : দোহায় গতকাল রাতটা শুধু আরেকটা প্রতিযোগিতা নয়, ভারতের ক্রীড়া ইতিহাসে লেখা হল এক সোনালি অধ্যায়। বহু বছরের সাধনা ও অনুশীলনের শেষে অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া পার করলেন সেই বহুপ্রতীক্ষিত সীমা—৯০ মিটার। তাঁর তৃতীয় প্রচেষ্টায় ছোড়া ৯০.২৩ মিটার জ্যাভলিন (NeerajChopra 90MeterThrow) শুধুই আরেকটা থ্রো নয়, এটি এক জাতীয় আবেগ, এক প্রতিজ্ঞার সার্থক বাস্তবায়ন।
যদিও প্রতিযোগিতায় তিনি প্রথম হতে পারেননি, তবে এই থ্রো তাঁর জন্য ছিল আরও মূল্যবান। কারণ, দীর্ঘদিন ধরেই এই ৯০ মিটার ছোঁয়ার লক্ষ্য তাকে তাড়া করছিল। ২০২২ সালের স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার ছুঁড়ে খুব অল্পের জন্য পিছিয়ে গিয়েছিলেন। সেই সময় থেকেই প্রতিজ্ঞা করেছিলেন—“একদিন এই সীমা আমি পার করব।” অবশেষে দোহার মাটিতে সেই স্বপ্ন সত্যি করলেন তিনি।
নীরজের সাফল্যে গর্বিত দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন:
“এক অসাধারণ কৃতিত্ব। দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার পার করে নিজের কেরিয়ারের সেরা থ্রো করল নীরজ চোপড়া। ধারাবাহিক একাগ্রতা, শৃঙ্খলা ও আবেগের ফসল এই সাফল্য।”
এই বার্তা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। #NeerajChopra, #DohaDiamondLeague ট্রেন্ড করে সারা ভারত জুড়ে।
এই কৃতিত্ব কেবলমাত্র একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি ভারতের অ্যাথলেটিক্স জগতের জন্য এক বড় দৃষ্টান্ত। দেশের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা তরুণ ক্রীড়াবিদদের কাছে নীরজ এখন এক জীবন্ত প্রেরণা। তিনি প্রমাণ করে দিলেন—অসম্ভব বলে কিছু নেই, যদি থাকে পরিশ্রম, অধ্যবসায় ও নিজেকে বিশ্বাস করার সাহস।
নীরজ চুপচাপ পরিশ্রম করে গেছেন বছরের পর বছর। তাঁর কোচিং, ডায়েট, অনুশীলন এবং মানসিক দৃঢ়তার প্রতিটি দিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।
এই থ্রোর সঙ্গে সঙ্গে দোহা ডায়মন্ড লিগে একটি নতুন রেকর্ড (NeerajChopra 90MeterThrow) যুক্ত হয়ে গেল ভারতের নামে। নীরজ নিজেও বলেছেন, “আমি বহুদিন ধরে এই লক্ষ্য পূরণের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমি তা পেরিয়ে এসেছি। এখন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি।”
এখন অপেক্ষা প্যারিস অলিম্পিকের। সেখানে নতুন উদ্যমে নামবেন ভারতের এই স্বর্ণপুত্র।
আরও পড়ুন :
সাদা পোশাকের অধিনায়ক খুঁজতে দিশেহারা ভারত, বুমরাহর বিপক্ষে শাস্ত্রী-গাভাস্কার
নতুন নিয়মে আইপিএলের দলগুলো হারাতে পারে কোটি কোটি টাকা! বিদেশি খেলোয়াড় সংকটে ফ্র্যাঞ্চাইজিগুলো চাপে