Praggnanandhaa MagnusCarlsen
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২০ জুলাই, ২০২৫ : ভারতীয় দাবার নতুন পোস্টারবয় রমেশবাবু প্রজ্ঞানন্দ আবারও চমকে দিলেন বিশ্ব দাবা মহলকে। ১৯ বছর বয়সী এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে (Praggnanandhaa MagnusCarlsen) বড় চমক দিলেন।
কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুঁটিতে খেলতে নামেন প্রজ্ঞানন্দ। পুরো ম্যাচেই কৌশলে কার্লসেনকে চাপে রাখেন তিনি। অবশেষে ৪৩তম চালে তিনি এমন এক অবস্থানে পৌঁছান যেখানে কার্লসেনের কাছে খেলা চালিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনাই ছিল না। বাধ্য হয়েই খেলা ছেড়ে দেন নরওয়ের তারকা দাবাড়ু।
কার্লসেনের টুর্নামেন্ট বিভ্রাট
প্রজ্ঞানন্দের কাছে হারের আগেই কার্লসেন পরাজিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো’র কাছে। এরপর আর্মেনিয়ার অভিজ্ঞ দাবাড়ু লেভন আরোনিয়ানের বিরুদ্ধেও টাইব্রেকারে হার স্বীকার করতে হয় তাঁকে। একের পর এক পরাজয়ে হতাশ হয়ে এই টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেলেন কার্লসেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টটি দাবায় কিছুটা ব্যতিক্রমধর্মী। ফ্রিস্টাইল চেস নামে পরিচিত এই সংস্করণে খেলোয়াড়রা কম্পিউটারের সহায়তা নিয়ে ম্যাচের আগে প্রস্তুতি নিতে পারেন। তবে বোর্ডে বসার পর সম্পূর্ণ খেলা চলে মানব-মানব প্রতিযোগিতায়। ফলে একে বুদ্ধির খেলা এবং প্রি-গেম বিশ্লেষণের সেরা সম্মিলন বলা হয়।
বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত দশম স্থানে, শীর্ষে আছে যারা
ভারতের দাবা বিপ্লবের মুখ প্রজ্ঞানন্দ
প্রজ্ঞানন্দ প্রথমবার সাড়া ফেলে দিয়েছিলেন মাত্র ১৬ বছর বয়সে অনলাইন চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে হারিয়ে। এরপর ২০২৩ সালের বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করে দেয়, তিনি এসেছেন দীর্ঘদিন রাজত্ব করতে।
এই বছরেও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন প্রজ্ঞানন্দ। তাঁর সাফল্যে মুগ্ধ দাবা বিশ্লেষকরা বলছেন, ‘‘তাঁর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সমস্ত গুণ রয়েছে।’’
বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতের দাবায় এখন একটা “স্বর্ণযুগ” চলছে, যেখানে প্রজ্ঞানন্দ, দ. গুকেশ, নিহাল সরিন, আর. অর্যনদের মতো প্রতিভাবান তরুণেরা একে অপরকে ছাপিয়ে যাওয়ার দারুণ প্রতিযোগিতায় রয়েছেন।
ম্যাচ পর্যালোচনা
ঘুঁটির রঙ : প্রজ্ঞানন্দ (সাদা), কার্লসেন (কালো)
চালসংখ্যা : ৪৩
খেলার ধরণ : স্ট্র্যাটেজিক এবং মিড-বোর্ড আক্রমণাত্মক
ফলাফল : কার্লসেন রিজাইন করেন
বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর প্রজ্ঞানন্দ বলেন,
“কার্লসেনের বিরুদ্ধে খেলা সবসময়ই অনুপ্রেরণার। আমি নিজের কৌশলের প্রতি আত্মবিশ্বাসী ছিলাম। এই জয় আমার আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।”
আরও পড়ুন :
শনিবার ডার্বি ম্যাচ, দর্শকদের জন্য নজিরবিহীন ব্যবস্থা নিচ্ছে আইএফএ
ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি বিসিসিআইয়ের, বাতিল হতে পারে এশিয়া কাপ!