2036 Olympics Bid
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২২-এর সফল আয়োজনের পর এবার আরও বড় মঞ্চের দিকে নজর কাতারের। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি। মঙ্গলবার (২২ জুলাই) কাতারের সরকারি কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, কাতার অলিম্পিক কমিটি (QOC) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কাছে বিড (2036 Olympics Bid) জমা দিয়েছে এবং এর মাধ্যমে কাতার ক্রীড়াঙ্গনে আরেকটি মাইলফলক স্থাপন করতে চায়।
বৈচিত্রময় অর্থনীতির দিকে কাতারের ঝোঁক
কাতার বিগত এক দশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক বড় ইভেন্ট আয়োজন করে নিজের অবস্থান স্পষ্ট করেছে। ২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো একটি আরব দেশ বিশ্বকাপ আয়োজন করে, যেখানে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা দোহা, আল-রায়ান ও অন্যান্য শহরে কাতারের আধুনিক অবকাঠামোর প্রমাণ পেয়েছিলেন।
বিশ্বকাপের সেই সাফল্যকে ভিত্তি করেই এবার অলিম্পিক আয়োজনের জন্য নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরতে চাইছে কাতার। জ্বালানি নির্ভর অর্থনীতিকে বহুমুখীকরণ এবং ক্রীড়া পর্যটনের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের শক্তি (soft power) বাড়ানোই কাতারের অন্যতম কৌশল।
অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন: লস অ্যাঞ্জেলেস ২০২৮-এ ইতিহাস গড়ার পথে টি-টোয়েন্টি
লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক: সময়সূচী প্রকাশ, ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি চিহ্নিত
দোহায় প্রস্তুত রয়েছে আধুনিক পরিকাঠামো
কিউওসি-র সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আলথানি জানিয়েছেন,
“দোহা ক্রীড়াকে আমাদের জাতীয় কৌশলের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। অলিম্পিক গেমস আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর ৯৫ শতাংশ ইতিমধ্যে প্রস্তুত। বাকি অংশের জন্য একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা রয়েছে, যাতে করে সময়মতো সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা যায়।”
তিনি আরও বলেন,
“আমরা ক্রীড়ার মাধ্যমে বৈশ্বিক সংহতির বার্তা ছড়িয়ে দিতে চাই, আর অলিম্পিক আয়োজন সেই সুযোগ করে দেবে।”
মধ্যপ্রাচ্যে প্রথম অলিম্পিক?
এই বিডে কাতার সফল হলে, এটি হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইতিহাসে প্রথম অলিম্পিক আয়োজন। এর আগে ইউরোপ, আমেরিকা ও ওশেনিয়াতেই অলিম্পিক আয়োজন সীমাবদ্ধ ছিল—২০২৪ প্যারিস, ২০২৮ লস অ্যাঞ্জেলেস এবং ২০৩২ ব্রিসবেন অলিম্পিকের আয়োজন করবে।
যেহেতু তিনটি অলিম্পিকই হয়েছে পশ্চিমি দুনিয়ার দখলে, তাই ২০৩৬ সালে অলিম্পিক এশিয়া বা আফ্রিকার কোনো দেশে হবার সম্ভাবনা অনেকটাই বেশি—এই পরিপ্রেক্ষিতেই কাতার নিজের দাবি জোরালো করে তুলছে।
কাতারের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল–থানি এক বিবৃতিতে বলেন,
“২০২২ বিশ্বকাপের সাফল্য আমাদের প্রমাণ করেছে—আমরা বিশ্বের যেকোনো বড় ইভেন্ট আয়োজনের জন্য প্রস্তুত। অলিম্পিক গেমস আয়োজনের বিড কাতারের জন্য ক্রীড়া ক্ষেত্রে আরেকটি মাইলফলক হয়ে থাকবে।”
আরও পড়ুন :
ডুরান্ড কাপ ২০২৫: দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, ৫-০ গোলে বিধ্বস্ত সাউথ ইউনাইটেড