Breaking News

OvalTest OlliePopeCaptain

ইনজুরিতে ছিটকে গেলেন স্টোকস, ওভালে নেতৃত্বে পোপ

ম্যানচেস্টার টেস্টে অলরাউন্ড কীর্তির পরও ইনজুরির কারণে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। নেতৃত্বে আসছেন ওলি পোপ। ইংল্যান্ড একাদশে এসেছে চারটি বড় পরিবর্তন।

OvalTest OlliePopeCaptain Leads England in Crisis %%page%% %%sep%% %%sitename%%

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টারে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়েও সিরিজ জয় নিশ্চিত করতে পারেননি বেন স্টোকস। শেষ টেস্টের আগে সেই স্টোকসই এবার ইনজুরির কবলে পড়ে ছিটকে গেলেন ওভালের মহাগুরুত্বপূর্ণ টেস্ট থেকে। ফলে সিরিজ নির্ধারণী এই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ওলি পোপ। বুধবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে ওভাল টেস্টের একাদশ ঘোষণা করে জানিয়ে দেয় এই বড় দুঃসংবাদ।

ম্যানচেস্টার টেস্টে বেন স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্স ছিল নজরকাড়া। পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি সেঞ্চুরি করে ম্যাচে দারুণ ছাপ রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ভারত ম্যাচটা ড্র করে ফেলায় সিরিজ নির্ধারণ গড়ায় ওভালের শেষ টেস্টে। এমন সময় স্টোকসের ইনজুরি ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড সফরের দল ঘোষণা ভারতের, জায়গা পেল বাংলার যুধাজিৎ ও ১৪ বছরের বিস্ময় বালক সূর্যবংশী

পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর

ইংল্যান্ডের হয়ে টেস্ট ফরম্যাটে বরাবরই নেতা হিসেবে অনুপ্রেরণা জুগিয়ে আসছেন স্টোকস। তার নেতৃত্বে দল পেয়েছে নতুন ছন্দ, নতুন মনোভাব। কিন্তু ইনজুরি যে কোনও ক্রীড়াবিদের জন্যই অপ্রত্যাশিত। ইসিবির তরফে জানানো হয়েছে, স্টোকস হাঁটুর পুরনো চোটের পুনরাবৃত্তির কারণে বিশ্রামে থাকবেন। ফলে ওভাল টেস্টে তাকে না পাওয়াটা শুধু নেতৃত্বের নয়, টিম কম্বিনেশনের দিক থেকেও একটি বড় ঘাটতি তৈরি করবে।

স্টোকসের অনুপস্থিতিতে ওলি পোপকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও চারটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতৃত্বের অভিজ্ঞতা থাকলেও সিরিজ নির্ধারণী এই টেস্ট তার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

একাদশে এসেছে আরও তিনটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন পেসার জোফরা আর্চার এবং অলরাউন্ডার ব্রেয়ডন কার্স। বাদ পড়েছেন লিয়াম ডসনও। তাদের জায়গায় ফিরেছেন গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাং। সেইসঙ্গে নতুন মুখ হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল।

এই পরিবর্তনগুলির মাধ্যমে বোঝা যাচ্ছে, ইংল্যান্ড দল আক্রমণাত্মক স্টাইলে খেলতে চায়। ওভারটন এবং টাংয়ের মতো পেসারদের অন্তর্ভুক্তি দলকে অতিরিক্ত ধার দেবে। সেই সঙ্গে বেথেলের মতো অলরাউন্ডারও ভারসাম্য রক্ষা করবেন।

ওভাল টেস্টের একাদশ:
জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

সিরিজ এখনো ১-১ সমতায়। ওভাল টেস্টেই নির্ধারণ হবে কে জিতবে মর্যাদার এই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ভারত এই ম্যাচ জিততে মরিয়া, অন্যদিকে ইংল্যান্ডও নিজের মাটিতে সিরিজ হাতছাড়া করতে চাইবে না। তবে স্টোকসের না থাকা মানেই চাপের নতুন মাত্রা। এখন দেখার, পোপ সেই চাপ কতটা সামলাতে পারেন।

আরও পড়ুন :

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র লাস ভেগাসে, ডিসেম্বরের শুরুতেই অনুষ্ঠানের সম্ভাবনা

ভয়ংকর বোমা ‘গাজাপ’ তৈরি করল তুরস্ক, বিস্ফোরণে কাঁপবে শত্রুর ঘাঁটি

ad

আরও পড়ুন: