প্যালেস্টাইনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইজরায়েল

গাজার রক্তাক্ত বাস্তবতার মধ্যে আরেকটি মর্মান্তিক অধ্যায়—ইজরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারালেন প্যালেস্টাইন ফুটবলের কিংবদন্তি সুলেমান ওবেইদ। তাঁকে ডাকা হতো ‘প্যালেস্টাইনের পেলে’ নামে। মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময়েই চলে গেল জীবন। ফুটবল শুধু খেলা নয়, প্যালেস্টাইনে তা ছিল প্রতিরোধের প্রতীক।