Pandia New Captain
ক্লাউড টিভি ডেক্স : অস্ট্রেলিয়ায় খারাপ পারফরমেন্সের জন্য শেষ অর্থাৎ পঞ্চম টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। সুতরাং রোহিতের খেলোয়াড় জীবন এখন ব্যাকফুটে। এমন অবস্থায় তার ওয়ানডের ভবিষ্যৎ নিয়েও অনেক প্রশ্ন উঠে গেছে । চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেললেও ভারতের নেতৃত্বে তাকে আর দেখা যাবে না এটা প্রায় নিশ্চিত। তার জায়গায় দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে (Pandiya India Captain) এমনই একটা সম্ভাবনা জোরালো ভাবে দেখা দিয়েছে।
রোহিত ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর ফলে অনেকেই সাদা পোষাকেও তার শেষ খেলা বলে মনে করছেন। সুতরাং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন অধিনায়কের খোঁজে এখন বিসিসিআই।
ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এ জন্য আইসিসির কাছে দল জমা দেয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সফর শেষ করে ভারতীয় দল ফিরলে অধিনায়ক ও দল ঘোষণার কাজ করবে ভারত। তবে গুঞ্জন আছে এরইমধ্যে নাকি কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার টানা বাজে পারফরমেন্সের জন্য চাপ আছে তার ওপরও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করে সেখান থেকে বেরিয়ে আসতে চান গম্ভীর। আর তাই নতুন কিছু নিয়ে পরিকল্পনা করছেন তিনি। আর গৌতম গম্ভীরের সেই পরিকল্পনায় রোহিত শর্মার স্থান নাও হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘চাপের মধ্যে কীভাবে খেলতে হয় তা বেশ ভালোভাবেই জানা আছে হার্দিক পান্ডিয়ার (Pandiya India Captain)। এছাড়াও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হার্দিকের আলরাউন্ড নৈপুণ্য খুব কাজে আসে। নেতৃত্বগুণ এবং বাকি সবকিছু মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়াই বিসিসিআইএর বেস্ট অপশন।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়ার অধিনায়ক (Pandiya India Captain) হওয়ার ব্যাপারে গুঞ্জনটি বেশ জোরেশোরে শোনা গেলেও আলোচনায় আছে টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শুভমান গিলেকে নিয়েও। তবে যাদবের ওপর খুব একটা আস্থা নেই বিসিসিআইএর। আর পরিণত হতে শুভমান গিলকে আরও কিছুটা সময় দিতে চান শীর্ষ কর্তারা।
Champions Trophy: অনড় পাকিস্তান-ভারত,তৈরি হয়েছে জটিল পরিস্থিতি
ফিরে দেখা ২০২৪: ক্রিকেট : এই বছরটা দেখালো একচ্ছত্র আধিপত্যের দিন শেষ!