Breaking News

Pant Out Kartik Blames Gautam

ভারতের ব্যাটিং ধসের জন্য গম্ভীরের ‘নির্দেশ’কে দায়ী করলেন দীনেশ কার্তিক

হেডিংলিতে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ধসের জন্য কোচ গৌতম গম্ভীরের 'সাবধানতা' নির্দেশকেই দায়ী করলেন দীনেশ কার্তিক। পন্তের ভয়ডরহীন ব্যাটিং বন্ধ করে ধীর খেলার নির্দেশ দেওয়াতেই ব্যালান্স হারিয়ে যায় দল, মত কার্তিকের।

Pant Out Kartik Blames Gautam for Collapse %%page%% %%sep%% %%sitename%%

Pant Out Kartik Blames Gautam

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে চলমান টেস্ট সিরিজে প্রথম ইনিংসে এক সময় ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৪৩০। মনে হচ্ছিল, ৫৫০-৬০০-এর বিশাল রানের ইনিংস গড়বে সফরকারীরা। কিন্তু আচমকা ব্যাটিং ধসে ৪৭১ রানেই থেমে যায় ভারত। আর এই ধসের জন্য দায়ী করা হচ্ছে কোচ গৌতম গম্ভীরের নির্দেশনাকে (Pant Out Kartik Blames Gautam)। এমনটাই মনে করছেন প্রাক্তন কিপার-ব্যাটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক

ভারতের ইনিংস তখন জমে উঠেছে। ঋষভ পন্ত খেলছেন দুরন্ত গতিতে। মারমুখী ভঙ্গিতে তিনি ইতিমধ্যেই তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। স্কোরবোর্ড তখন ১৩৪ রানে তাঁর নামের পাশে। তবে ঠিক তখনই এক অপ্রত্যাশিত মোড় নেয় খেলা।

গম্ভীরকে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড , ১০ টেস্ট ম্যাচে হার ৬টিতে

ক্রিকেট ইতিহাসের সব থেকে সৎ ক্রিকেটার,আম্পায়ার আউট না দিলেও ১২ বার ছেড়েছেন পিচ !

করুণ নায়ার আউট হতেই কোচ গৌতম গম্ভীর ড্রেসিংরুম থেকে মাঠে বার্তা পাঠান—‘সাবধানে খেলো’। কার্তিকের মতে, এই নির্দেশনাই ভারতীয় ইনিংস ধ্বংসের বীজ বুনে দেয়।

স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে কার্তিক বলেন,

“পান্ত দুর্দান্ত খেলছিল। বড় শট নিচ্ছিল। ভয়ডরহীন ক্রিকেট খেলছিল। কিন্তু গম্ভীরের সাবধানতা-বার্তার পর সে তার খেলার ধরণ বদলে দেয়। ওকে এরকম বার্তা দেওয়া উচিত হয়নি।”

তিনি আরও বলেন,

“সবার ব্যাটিং ধরন একরকম হয় না। পান্তের মতো ব্যাটারকে যদি তুমি চাপে ফেলে দাও, তাহলে এমনটাই হবে। বার্তা পাঠিয়ে খেলোয়াড়ের মাথায় বাড়তি চাপ দেওয়াটা যুক্তিযুক্ত নয়। কে নেবে এই ব্যাটিং ধসের দায়?”

ঋষভ পন্তের আউট হওয়ার ধরন দেখলে মনে হয় তিনি দ্বিধায় ভুগছিলেন।

  • জশ টংয়ের একটি ইন-সুইং ডেলিভারিতে তিনি ব্যাট চালাননি।

  • বল প্যাডে লাগে, রিভিউ নেওয়া হলেও সিদ্ধান্ত বদলায়নি।

  • আউট হয়ে যান ঠিক ১৩৪ রানে।

পান্তের আউট হওয়ার পর শুরু হয় ভেঙে পড়া।

  • শেষ ৭ উইকেট পড়ে যায় মাত্র ৪১ রানে।

  • বাকি ব্যাটাররা কেউই ২০ রানের গণ্ডি পার করতে পারেননি।

এমন অবস্থায় কোচিং স্টাফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

গৌতম গম্ভীর খেলোয়াড় হিসেবে সবসময় আগ্রাসী মানসিকতার পরিচায়ক ছিলেন। তবে কোচ হিসেবে তিনি হয়তো নিরাপদ খেলাকেই গুরুত্ব দিচ্ছেন। কিন্তু সেই পন্থা কি সব ব্যাটারের জন্য মানানসই?

দীনেশ কার্তিকের কথায় পরিষ্কার—

“সব ব্যাটারকে একই ছাঁচে ফেলা যায় না। ঋষভ পন্তের মতো ব্যাটাররা নিজের মতো খেললেই বেশি কার্যকরী হয়।”

আরও পড়ুন :

ভনের ‘ভারত হারবে’ ভবিষ্যদ্বাণী, সিধুর তীব্র জবাব: ‘বোকার মতো কথা!’

ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক শুভমান গিল—টেস্ট নেতৃত্বে নতুন যুগের সূচনা

ad

আরও পড়ুন: