ভারতের ব্যাটিং ধসের জন্য গম্ভীরের ‘নির্দেশ’কে দায়ী করলেন দীনেশ কার্তিক

হেডিংলিতে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ধসের জন্য কোচ গৌতম গম্ভীরের ‘সাবধানতা’ নির্দেশকেই দায়ী করলেন দীনেশ কার্তিক। পন্তের ভয়ডরহীন ব্যাটিং বন্ধ করে ধীর খেলার নির্দেশ দেওয়াতেই ব্যালান্স হারিয়ে যায় দল, মত কার্তিকের।