Breaking News

PrizeMoney ClubWorldCup2025

১০০ কোটি ডলারের ফিফা ক্লাব বিশ্বকাপ: কে কত পাচ্ছে জানলে চোখ কপালে উঠবে!

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে অর্থবহ টুর্নামেন্ট হতে চলেছে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রাইজমানির অঙ্ক ছাড়িয়েছে ১০০ কোটি ডলার! বিশ্বকাপজয়ী জাতীয় দলের চেয়েও তিন গুণ বেশি ইনাম পাচ্ছে এবার ক্লাব ফুটবলের বিজয়ী দল।

PrizeMoney ClubWorldCup2025: A New Era of Football %%page%% %%sep%% %%sitename%%

PrizeMoney ClubWorldCup2025

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ধনী ফুটবল টুর্নামেন্ট। নতুন ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩২টি ক্লাব, ছয়টি মহাদেশ থেকে বাছাই করা শ্রেষ্ঠ ফুটবল দলগুলো। আর টুর্নামেন্টের মোট প্রাইজমানি: ১০০ কোটি ডলার—যা অতীতের যেকোনো ফুটবল আসরের প্রাইজমানিকে (PrizeMoney ClubWorldCup2025) হার মানিয়েছে।

সরাসরি তুলনা করতে গেলে বোঝা যায় এই টুর্নামেন্ট কতটা অর্থবহ। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সেখানে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১২ কোটি ৫০ লাখ ডলার—যা প্রায় তিনগুণ বেশি!

অংশগ্রহণ ফি থেকেই ভাগ্য ফিরছে ক্লাবগুলোর:

৩২টি ক্লাবকে প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে ৫২ কোটি ৫০ লাখ ডলার অংশগ্রহণ ফি হিসেবে।

  • ইউরোপের বড় ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এরা পাবে প্রায় ৩ কোটি ৮২ লাখ ডলার করে।

  • তুলনামূলক ছোট ক্লাব বা ছোট মহাদেশ থেকে আসা প্রতিনিধিরাও পিছিয়ে নেই। যেমন ওশেনিয়ার অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার

অংশগ্রহণ ফি ছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে বোনাস ফান্ড নির্ধারিত হয়েছে।


ম্যাচভিত্তিক পারিশ্রমিকও নজরকাড়া:

  • গ্রুপপর্বে জেতা প্রতি ম্যাচে: $২০ লাখ

  • ড্র হলে উভয় দল পাবে: $১০ লাখ করে

  • শেষ ষোলো জয়ী দল: $৭৫ লাখ

  • কোয়ার্টার ফাইনাল জয়ী: $১ কোটি ৩১ লাখ

  • সেমিফাইনাল জয়ী: $২ কোটি ১০ লাখ

  • রানার্সআপ দল: $৩ কোটি

  • চ্যাম্পিয়ন দল: $১২ কোটি ৫০ লাখ

একটি ইউরোপিয়ান শক্তিশালী ক্লাব যদি পুরো টুর্নামেন্ট জিতে এবং সবগুলো ম্যাচ জেতে, তাহলে তার আয় ১৫-১৬ কোটি ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

বিশ্বকাপ জিতে মেসিরা যে অর্থ পেয়েছে, ক্লাব বিশ্বকাপ জয়ীরা তার তিনগুণ পাবে

২০২৪ সালে কার আয় বেশি, রোনাল্ডো না মেসি? (Ronaldo or Messi)

এতে করে বোঝা যাচ্ছে, শুধুমাত্র গ্লোরি নয়, অর্থনৈতিক (PrizeMoney ClubWorldCup2025) দিক থেকেও ফুটবলের ভবিষ্যৎ কেন্দ্র হয়ে উঠছে ক্লাব পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট।

বিশ্লেষকরা বলছেন, এই আর্থিক বিপ্লব ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের জবাব হিসেবেও ধরা যেতে পারে, যেখানে ক্লাবগুলো নিজেদের আয়বৃদ্ধির জন্য বিকল্প খুঁজছিল। এখন ফিফার হাতেই সেই সুযোগ তৈরি হয়ে যাচ্ছে।

আরও পড়ুন :

ক্লাব বিশ্বকাপে খেলবেন ডাকাতি মামলায় অভিযুক্ত আর্জেন্টাইন ডিফেন্ডার! অবশেষে মিলল মার্কিন ভিসা

বিশ্বকাপজয়ী মেসির সামনে নতুন চ্যালেঞ্জ: ক্লাব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ইন্টার মায়ামি

ad

আরও পড়ুন: