Breaking News

PVVishnu StayWithEB

দল বদলের গুঞ্জন থামিয়ে দিলেন বিষ্ণু, দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে থাকছেন তরুণ তারকা

মোহনবাগান সহ একাধিক ক্লাবের প্রস্তাব উপেক্ষা করে ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকছেন পিভি বিষ্ণু। সোমবার ক্লাবের তরফে দু’বছরের নতুন চুক্তির ঘোষণা করা হয়। গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর, বিষ্ণুর থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে।

PVVishnu StayWithEB: A New Two-Year Contract %%page%% %%sep%% %%sitename%%

PVVishnu StayWithEB

ক্লাউড টিভি ডেস্ক : চলতি দলবদলের মরশুমে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেরলের পিভি বিষ্ণু আবারও ইস্টবেঙ্গলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা করেছে, বিষ্ণুর সঙ্গে দু’বছরের নতুন চুক্তি স্বাক্ষরিত (PVVishnu StayWithEB) হয়েছে।

মোহনবাগান সহ একাধিক আইএসএল ক্লাব বিষ্ণুর জন্য আগ্রহ প্রকাশ করলেও, শেষ পর্যন্ত তিনি লাল-হলুদের প্রতি আস্থা রেখেছেন। আর এই সিদ্ধান্তে খুশি গোটা ইস্টবেঙ্গল শিবির।

২৫ জুন থেকে শুরু কলকাতা লিগ, মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ ১৯ জুলাই

লাল হলুদে আসার পথে কোস্টারিকা স্ট্রাইকার

কেরলের তরুণ ফুটবলার পিভি বিষ্ণু গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের উঠতি প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন

  • সিনিয়র দলে ইতিমধ্যেই ৫৫টি ম্যাচ খেলেছেন।

  • গত মরশুমে খেলেছেন ২২টি ম্যাচ, করেছেন ৪টি গোল ও ৩টি অ্যাসিস্ট।

  • কলকাতা লিগে ১১টি গোল করে নজর কাড়েন।

  • সেইসঙ্গে পেয়েছেন আইএসএল-এর মাসের সেরা উঠতি ফুটবলারের সম্মান।

যার ফলে তাঁর উপর নজর ছিল মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি-সহ একাধিক আইএসএল দলের।

সোমবার ক্লাবের তরফে জানানো হয়,

“পিভি বিষ্ণু ২০২৫-২৬ মরশুম পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা গর্বিত যে এই প্রতিভাবান তরুণ আবার আমাদেরকেই বেছে নিয়েছেন।”

এই ঘোষণা আসার পর ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস। বহু সমর্থক সোশ্যাল মিডিয়ায় #StayWithEastBengal হ্যাশট্যাগে পোস্ট করতে থাকেন।

চুক্তি স্বাক্ষরের পর বিষ্ণু বলেন,

“ইস্টবেঙ্গলের হয়েই আমার সিনিয়র কেরিয়ার শুরু। এই ক্লাব আমাকে তৈরি করেছে। আমি কৃতজ্ঞ ক্লাব ম্যানেজমেন্টের প্রতি। আশা করি আগামী দিনে আরও সাফল্য এনে দিতে পারব।”

তিনি আরও বলেন,

“অনেক ক্লাব প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি জানতাম – এই ক্লাবেই আমার মন পড়ে আছে।”

সূত্রের খবর, মোহনবাগান সুপার জায়ান্ট বিষ্ণুকে একাধিকবার অফার পাঠিয়েছিল, এমনকি উচ্চ পারিশ্রমিকও প্রস্তাব করেছিল। কিন্তু বিষ্ণু নিজের সিদ্ধান্তে অটল থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই ঘটনায় লাল-সবুজ শিবিরে কিছুটা হতাশাও দেখা গেছে।

ক্রীড়া বিশ্লেষক শুভাশিস চক্রবর্তী বলেন,

“বিষ্ণুর মধ্যে গতি, গেম রিডিং এবং গোল করার ক্ষমতা দুর্দান্ত। ও এখনই লাল-হলুদের মাঝমাঠে নির্ভরতার নাম। আগামী ২-৩ বছরে জাতীয় দলেও সুযোগ পেতে পারে।”

ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন মরশুমে দল গঠনে তরুণদের উপর জোর দিচ্ছে। তারই প্রেক্ষিতে বিষ্ণুর সঙ্গে নতুন করে চুক্তি বড় বার্তা।

  • ক্লাব সূত্রে খবর, বিষ্ণুকে এবার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলাতে চায় কোচিং স্টাফ।

  • তাঁকে ঘিরেই গড়া হচ্ছে দলের মিডফিল্ড স্ট্র্যাটেজি

আরও পড়ুন :

ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে

ডুরান্ড কাপ ২০২৫: মোহনবাগান সুপার জায়ান্টের সময়সূচি, ম্যাচ তালিকা ও ভেন্যু বিস্তারিত

ad

আরও পড়ুন: