Breaking News

Ravi Shastri Test Prescription

রবি শাস্ত্রীর এই প্রেসক্রিপশনে বদলে যাবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী নতুন বছরের শুরুতেই টেস্টের পক্ষে সওয়াল করেছেন। আর তার এই প্রেসক্রিপশন নাকি বদলে দেবে টেস্ট ক্রিকেটের হালচাল।

Ravi Shastri Test Prescription

Ravi Shastri

ক্লাউড টিভি ডেক্স : ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী নতুন বছরের শুরুতেই টেস্টের পক্ষে সওয়াল করেছেন। আর তার এই প্রেসক্রিপশন (Ravi Shastri Test Prescription)নাকি বদলে দেবে টেস্ট ক্রিকেটের হালচাল।
কি তার এই প্রেসক্রিপশন। তিনি পাঁচ দিনের ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখতে একটি প্রস্তাব দিয়েছেন আইসিসিকে। উদাহরণ হিসাবে তিনি তুলে ধরেছেন ভারত-অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্টের রেকর্ড দর্শক সংখ্যাকে। শাস্ত্রী মনে করেন বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের জন্যই টেস্ট ম্যাচ দেখতে দর্শক সংখ্যা বাড়ছে। সেই জন্য তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও আকর্ষণীয় করে তুলতে টেস্ট দলগুলোকে দুটি স্তরে ভাগ করার কথা বলেছেন।

পাঁচ দিনে মেলবোর্নে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন দর্শক উপস্থিতি দেখে শাস্ত্রী বলেছেন, টেস্ট ক্রিকেট যে এখনো জনপ্রিয়, তার অন্যতম প্রমাণ মেলবোর্নের এ দর্শক সংখ্যা। তিনি বলেছেন, প্রায় টেস্ট ক্রিকেটের ১০০ বছরের পুরোনো দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে গেছে। এতেই প্রমাণ হয়, সেরা দলগুলো মুখোমুখি হলে ক্রিকেটের সবচেয়ে পুরোনো এবং কঠিন ফরম্যাট প্রাসঙ্গিক থাকবে। এতে ঝিমিয়ে পড়া টেস্ট ক্রিকেট উজ্জ্বল হবে।

রবি শাস্ত্রী বলছেন, আইসিসি নিশ্চয়ই বুঝতে পারছে, টেস্টে ক্রিকেটকে বেঁচে থাকতে হলে সেরা দলগুলোকে সেরা খেলাটা খেলতে হবে, না হলে আগ্রহ নষ্ট হতে পারে।

টেস্ট দলগুলোকে দুটি ভাগে ভাগ করার পরামর্শ দিয়ে শাস্ত্রী বলেছেন (Ravi Shastri Test Prescription), সূচি তৈরির সময় প্রথম সারির দলগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত আইসিসির। সমমানের দলগুলোর মধ্যে খেলা হলে আগ্রহ বজায় রাখা যাবে। অসম মানের দলগুলোর মধ্যে বেশি খেলা হলে আগ্রহ হারাবেন ক্রিকেটপ্রেমীরা। তাতে টেস্ট খেলার মান বজায় রাখা কঠিন হবে। প্রথম ছয়টি বা আটটি দলকে নিয়ে একটি গ্রুপ তৈরির কথা বলেছেন শাস্ত্রী। পরের দলগুলো থাকুক অন্য গ্রুপে। তিনি চান পারফরম্যান্সের নিরিখে অবনমন এবং উত্তরণের ব্যবস্থা থাক।

শাস্ত্রী বলেন, দুটি সমমানের দল না খেললে এত লোক মাঠে আসবে না। দ্বিস্তরীয় ব্যবস্থা তৈরি না করলে অসম দলগুলোর মধ্যে খেলা হতেই থাকবে। অনেক ম্যাচই পাঁচ দিন পর্যন্ত গড়াবে না। এই অবস্থা দেখে পরে বলা হতে পারে, টেস্ট ম্যাচ চার দিনের করে দেওয়া হোক। অথচ মেলবোর্নে দেখা গেছে টেস্টের পঞ্চম দিন কতটা গুরুত্বপূর্ণ।

রবি শাস্ত্রী মনে করেন,টেস্টের লড়াই আকর্ষণীয় করতেই আইসিসি উচিত এবার থেকে দলগুলোকে দুটি স্তরে ভাগ করে সূচি তৈরি করা। আর এতে অধিকাংশ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর ফলে টেস্ট খেলা দেখতে মাঠে সবাই আসবেন।

ফিরে দেখা ২০২৪ : ‘বিরাট’ জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারত

ভাড়া বাড়িতে থাকা টিম ইন্ডিয়ার অলরাউন্ডার নিতিশ কুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে বাবার চোখের জল মুছিয়ে দিলেন

ad

আরও পড়ুন: