একাই লড়লেন জাদেজা, তবুও লর্ডসে হার ভারতের

লর্ডস টেস্টে একপ্রান্তে পতনের মাঝে একাই লড়লেন রবীন্দ্র জাদেজা। ৬১ রানে অপরাজিত থেকে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও সঙ্গীর অভাবে পরাস্ত হলেন। ইংল্যান্ড জয় পেল ২২ রানে, জাদেজা জয় করলেন ক্রিকেট দুনিয়ার হৃদয়।