Breaking News

RCB vs KKR

IPL 2025 : একই ঘোড়ারোগ নিয়ে KKR এর বিরুদ্ধে নামছে RCB

শান্তনু কর্মকার : ঘোড়ারোগটা বোধহয় অম্বতি রায়ডুই ধরে ফেলেছিলেন (RCB vs KKR)। যে দলে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড় খেলেছেন, যে দলের আলফা-মেল এখনও বিরাট কোহলি… সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও অবধি আইপিএল ট্রফি জেতেনি কেন? এহেন আলোচনার মাঝে রায়ডু জানিয়েছিলেন, আরসিবি বরাবরই ব্যাটিং নির্ভর টিম। বছরের পর বছর দলে বোলার …

RCB vs KKR: A History of Epic Battles %%page%% %%sep%% %%sitename%%

RCB vs KKR

শান্তনু কর্মকার : ঘোড়ারোগটা বোধহয় অম্বতি রায়ডুই ধরে ফেলেছিলেন (RCB vs KKR)। যে দলে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড় খেলেছেন, যে দলের আলফা-মেল এখনও বিরাট কোহলি… সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও অবধি আইপিএল ট্রফি জেতেনি কেন?

এহেন আলোচনার মাঝে রায়ডু জানিয়েছিলেন, আরসিবি বরাবরই ব্যাটিং নির্ভর টিম। বছরের পর বছর দলে বোলার বলতে সেই যজুবেন্দ্র চাহাল, কখনও বা হ্যাজেলউডের মতো দু-একজন৷ তাও ব্যাটিং মূলত টপ-অর্ডার নির্ভর। সবচেয়ে কঠিন কাজ, ফিনিশিংয়ের জন্যই অভাব পড়ে লোকের। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে দলই খেলতে নামে, ওই ২-৩ জনের উইকেট নেওয়ার পরিকল্পনাই করে আসে।

IPL 2025 Trophy : আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি এবং এর দাম কত জানেন? জানলে চমকে যাবেন

IPL 2025 : রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা!

খাতায়কলমে দেখতে গেলে এবারেও ছবিটা খুব একটা বদলায়নি৷ মেগা নিলামে ফিল সল্ট-লিভিংস্টোনকে কিনেছে আরসিবি, কয়েক মাস পর ঢাক-ঢোল পিটিয়ে রজত পাতিদারকে অধিনায়ক ঘোষণাও করে দিয়েছে। ব্যাটিংয়ে ফিনিশার বলতে ক্রুণাল পান্ডিয়া আছেন ঠিকই, তবে এই মুহূর্তে তিনি কতটা ফর্মে, তা জানে না কেউই। মোদ্দাকথা এবারও ব্যাটিং সেই কোহলি সমেত ৩-৪ জনের ওপর নির্ভরশীল। বোলিংয়ের দিকটা শুধরে নিতে চাইলেও হ্যাজেলউড আর বুড়ো ভুবনেশ্বর কুমার বাদে কেউই সেরকম নেই। ভীষণ অঘটন না ঘটলে এবারও এই দুর্বলতার জেরেই তরী ডুববে কোহলি বাহিনীর।

২২ তারিখ এবছরের আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি তাঁরা (RCB vs KKR)। যথারীতি উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সেই ম্যাচকে ঘিরে। সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমে পড়েছে দুই দলেরই (RCB vs KKR) জনসংযোগ টিম। একপক্ষ রজত পাতিদারের স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করলে অন্যপক্ষও কুইন্টন ডি-ককের ফ্লিকশটের ভিডিও পোস্ট করছে। মাঝে ইডেন গার্ডেন্সে আইপিএল টিকিটের দাম বাড়া নিয়ে বিতর্ক হলেও কোহলিআনায় স্বর্গোদ্যান হাউসফুল থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি৷
কোহলি সুপারস্টার, ব্যাঙ্গালোর সুপারস্টারদের টিম। ম্যাচের আগে স্বাভাবিকভাবেই তাঁদের নিয়ে মানুষের আগ্রহ থাকবে। তবে সমস্যা হল, জয়-পরাজয় নিশ্চিত করে দেয় ২২ গজ, আর তার আগে থেকে করে রাখা স্ট্র‍্যাটেজি। এখনও অবধি কিন্তু সেই খেলায় এখনও চালকের আসনে কেকেআরই (RCB vs KKR)৷

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: