Tribal Cricketer IPL 2025
ক্লাউড টিভি ডেক্স : ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে ২২ বছর বয়সী ঝাড়খণ্ডের আদিবাসী ক্রিকেটার রবিন (Tribal Cricketer IPL 2025), যিনি উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি এবার মুম্বাইয়ের হয়ে মাঠে নামার অপেক্ষায়। রবিন যেদিন আইপিএলের মাঠে নামবেন, সেদিন কিন্তু নতুন ইতিহাসেরও দ্বার খুলবে। কারণ আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার খেলবেন রবিন।
উল্লেখ্য, রবিন কিন্তু এবারই আইপিএলে খেলার সুযোগ পাননি। গতবার গুজরাট তাকে মিনি নিলামে কিনেছিল ৩ কোটি ৬০ লাখে। কিন্তু ওখানেই শেষ। আইপিএলে একটা ম্যাচও খেলা হয়নি তার।
আরও পড়ুন :
যাদবপুরে ‘আজাদ কাশ্মীর’ পোস্টারে প্রথম গ্রেপ্তার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌম্যদীপ
ঝাড়খন্ডের রাঁচিতে জন্ম নেওয়া রবিন (Tribal Cricketer IPL 2025) মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত। ভারতের প্রাক্তন অধিনায়ক ও চেন্নাই সুপার কিংস কিংবদন্তিকে দেখে শৈশব থেকে নিজেকে গড়ে তুলেছেন রবিন। ধোনির মতোই বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও দক্ষ; কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় নিজ এলাকায় তাঁর পরিচিতি ‘রাঁচির ক্রিস গেইল’ নামে।
এ পর্যন্ত ৭টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ১৮১.০৮। স্থানীয় টুর্নামেন্টগুলোয় ভালো করায় আইপিএলের স্কাউটের নজরে ছিলেন দীর্ঘদিন।
IPL 2025 Trophy : আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি এবং এর দাম কত জানেন? জানলে চমকে যাবেন
আইপিএলের গত মরসুমেই স্বপ্নপূরণ হয়ে যেত রবিনের (Tribal Cricketer IPL 2025)। কিন্তু গুজরাটের অনুশীলনে যোগ দেওয়ার আগে নিজের বাইক নিয়ে দুর্ঘটনায় পড়েন রবিন। এর ফলে সেবার তাঁর গোটা মরসুমই শেষ হয়ে যায়। হতাশ হয়েছিল পরিবারও। গতবার মুম্বাই আইপিএলেও তাঁর পিছু ছুটে গুজরাটের কাছে হেরে যায়। এবার তাঁকে পেয়েছে মুম্বাই। ঈষান কিষানের শূন্যতা পূরণে রবিনকে তৈরি করতে চায় ফ্র্যাঞ্চাইজি দলটি।
গত নভেম্বরে রবিন (Tribal Cricketer IPL 2025) মুম্বাইয়ের দলভুক্ত হওয়ার পর তাঁর বাবা ফ্রান্সিস টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, ‘সর্বোচ্চ (আইপিএল) পর্যায়ে রবিন আবারও সুযোগ পাওয়ায় আমরা অবিশ্বাস্যরকম খুশি।’
কিন্তু প্রশ্ন ঝাড়খণ্ডের ক্রিস গেইলের স্বপ্ন এবার পূরণ হবে তো? এদিকেই কিন্তু চেয়ে আছে সারা ঝাড়গ্রামবাসী।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) – https://x.com/cloudTV_NEWS