RinkuSinghEngagement
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন ভারতের তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার রিঙ্কু সিং। আজ ঘরোয়া পরিবেশে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বাগদান (RinkuSinghEngagement) সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রিঙ্কুর এই বিশেষ দিনে তিনি সেজেছিলেন সাদা শেরওয়ানিতে, আর তাঁর হবু জীবনসঙ্গিনী প্রিয়া পরেছিলেন হালকা গোলাপি লেহেঙ্গা। অনুষ্ঠানের কিছু ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক ছবিতে দু’জনকে একসঙ্গে বেশ আনন্দিত ও আত্মবিশ্বাসী দেখা গিয়েছে।
প্রিয়ার বাবা, বর্ষীয়ান রাজনীতিক তুফানি সরোজ সাংবাদিকদের জানান, “আজ ওদের বাগদানের অনুষ্ঠান। দুই পরিবার মিলেই এই খুশির দিন উদযাপন করছি। আমরা অত্যন্ত আনন্দিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা রামগোপাল যাদবও। তিনি বলেন, “রিঙ্কু ও প্রিয়াকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা দু’জনই আলাদা জগতের মানুষ, কিন্তু আজ থেকে পথ এক। আশা করি, সুখী ও সফল দাম্পত্য জীবন ওদের জন্য অপেক্ষা করছে।”
ক্ষুদ্র নক্ষত্র, দৈত্য গ্রহ! মহাকাশে নতুন বিস্ময় আবিষ্কারে চমকে গেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
জানা গেছে, রিঙ্কু-প্রিয়ার বিয়ের অনুষ্ঠান আগামী নভেম্বর মাসে বারাণসীর একটি বড় হোটেলে আয়োজিত হবে। সেই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। বলিউড ও রাজনৈতিক জগতের বহু নামী ব্যক্তি উপস্থিত থাকতে পারেন এই রাজকীয় বিয়েতে।একদা হতদরিদ্র পরিবারের সন্তান ছিলেন রিঙ্কু সিং। আলিগড়ের একটি ছোট্ট বাড়িতে বেড়ে ওঠা রিঙ্কু আজ আইপিএলের অন্যতম আলোচিত নাম। কলকাতা নাইট রাইডার্স তাঁর প্রতিভা ও নির্ভরযোগ্য ব্যাটিংয়ের জন্য ১৩ কোটি টাকায় তাঁকে দলে ধরে রেখেছে। মাঠে তাঁর সাহসী ব্যাটিং ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করেছে।
অন্যদিকে প্রিয়া সরোজও একজন ব্যতিক্রমী নারী। আইনজীবী হিসেবে কাজ করেছেন ভারতের সুপ্রিম কোর্টে। বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন সমাজবাদী পার্টির সাংসদ হিসেবে।
দু’জনের এই জুটি যেন আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা— পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিভার সংমিশ্রণে যেখানে স্বপ্ন সত্যি হয়।
আরও পড়ুন :
₹১২৫ কোটির Netflix প্রস্তাব ফিরিয়ে Aamir Khan কি YouTube–এ সিনেমা রিলিজ করতে চলেছেন?