ব্র্যাডম্যান-লারাদের ক্লাবে ঢোকার মুখে ঋষভ পান্ত! লিডসে জোড়া সেঞ্চুরির পর নজরে ইতিহাস

ইংল্যান্ড সফরে আগুনে ফর্মে ঋষভ পান্ত। লিডসে জোড়া শতরান করে এখন দাঁড়িয়ে আছেন ইতিহাসের দরজায়—আর একটি সেঞ্চুরি করলেই ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়দের মত কিংবদন্তিদের এলিট ক্লাবে ঢুকবেন এই বিস্ফোরক উইকেটরক্ষক-ব্যাটার