RodrigoDePaul InterMiamiCF
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ : ইন্টার মিয়ামি এবার দলে নিল লিওনেল মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো দে পল-কে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবটি স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে প্রাথমিকভাবে ২০২৫ সাল পর্যন্ত ধারে (RodrigoDePaul InterMiamiCF) এনেছে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে। তবে চুক্তিতে রয়েছে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ী চুক্তিতে পরিণত করার অপশন।
শুক্রবার রাতে যৌথ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে দুই ক্লাব।
রদ্রিগো দে পল, ৩১ বছর বয়সী এই ফুটবলার মেসির নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ ও ২০২১, ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অন্যতম স্তম্ভ ছিলেন। মাঠে তাঁর লড়াই, পাসিং, রক্ষণ ও আক্রমণভাগে সহযোগিতা দলে ভারসাম্য এনে দিত।
ইউরোপে ক্যারিয়ারের বড় অংশ কেটেছে উদিনেসে ও অ্যাটলেটিকো মাদ্রিদে। অ্যাটলেটিকোর হয়ে খেলেছেন ১৮৭টি ম্যাচ, করেছেন ১৪ গোল ও ২৬টি অ্যাসিস্ট।
মেসি, জর্দি আলবা ও বুসকেটস-এর মতো কিংবদন্তিদের পাশে এবার যুক্ত হলেন আরও এক বিশ্বজয়ী। তবে শুরুতে দে পল থাকবেন না ‘ডিজিগনেটেড প্লেয়ার (DP)’ তালিকায়। ক্লাবের নিয়ম অনুযায়ী, ডিপি তালিকায় তিনজনের বেশি রাখা যায় না। তবে ভবিষ্যতে কোনো স্থান খালি হলে তাঁকে স্থায়ীভাবে বড় চুক্তিতে রাখা হতে পারে।
২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিত থাকবেন তো? তরুণদের দাপটে ফিকে হচ্ছে দুই কিংবদন্তির সম্ভাবনা
ক্লাব মালিক জর্জ মাস বলেন:
“রদ্রিগোর মতো বিশ্বমানের খেলোয়াড় দলে নেওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার। সে বিশ্বমঞ্চে নিজের দক্ষতা দেখিয়েছে। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তার মানসিকতা মেলে যায়। আমরা একসঙ্গে অনেক কিছু জিততে চাই।”
ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম নিজেই এই চুক্তিতে সরাসরি ভূমিকা রাখেন। তিনি দে পল সম্পর্কে বলেন—
“আমি রদ্রিগোকে বহুদিন ধরে অনুসরণ করছি। সে মাঠে একজন নেতা। তার অভিজ্ঞতা ও আবেগ ক্লাব ও শহরের জন্য বিশেষ কিছু এনে দেবে।”
এখন পর্যন্ত দলে যুক্ত আছেন ৪ জন বিশ্বকাপজয়ী:
লিওনেল মেসি
রদ্রিগো দে পল
সার্জিও বুসকেটস
জর্দি আলবা (বিশ্বকাপ না জিতলেও বার্সার সোনালী যুগের অন্যতম সদস্য)
অ্যাটলেটিকো মাদ্রিদ এক বিবৃতিতে দে পলকে বিদায় জানিয়ে লেখে—
“রদ্রিগো দে পল ক্লাব ছেড়ে যাচ্ছেন এবং ইন্টার মিয়ামিতে নতুন অধ্যায় শুরু করছেন। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
আরও পড়ুন :
চোট সমস্যা মোকাবিলায় এআই প্রযুক্তির দ্বারস্থ রিয়াল মাদ্রিদ — ফুটবলের নতুন যুগে প্রযুক্তির নির্ভরতা