মেসির বিশ্বকাপজয়ী সঙ্গী দে পলকে দলে নিল ইন্টার মিয়ামি — এমএলএস-এ আরও এক বিশ্বজয়ীর আগমন

লিওনেল মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো দে পলকে দলে নিল ইন্টার মিয়ামি। শুরুতে ধারে, তবে ভবিষ্যতে বড় চুক্তির সম্ভাবনাও থাকছে।