BCCI BinnyStepsDown
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২০ জুলাই ২০২৫ : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল আজ। রজার বিনি, যিনি ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলীর জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন, আজ ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে পদ ছাড়লেন (BCCI BinnyStepsDown)।
বিনির পদত্যাগের কারণ শুধু ব্যক্তিগত নয়—এটি সম্পূর্ণভাবে বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত। বোর্ডের নিয়ম অনুযায়ী, যে কোনও সদস্য বা পদাধিকারীর বয়স ৭০ বছর পেরোলেই তাকে দায়িত্ব ছাড়তে হয়। আজ রজার বিনির ৭০তম জন্মদিন, তাই নিয়ম মেনে তাকে সরে দাঁড়াতেই হলো।
বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই
আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে ১০.৬৫ কোটি টাকা জরিমানা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি
রজার বিনির নেতৃত্বে বোর্ড নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মহিলা আইপিএল (WPL)-এর সফল সূচনা, ঘরোয়া ক্রিকেটের আধুনিকীকরণ এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অস্বীকার করা যায় না।
বিশ্বকাপ ২০২৩ আয়োজনের প্রস্তুতি এবং সফল সম্পাদনাতেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বোর্ডের অর্থনৈতিক বৃদ্ধি এবং স্বচ্ছতা আনতেও কাজ করেছেন তিনি।
কারা হতে পারেন পরবর্তী সভাপতি?
এখন প্রশ্ন—রজার বিনির জায়গায় কে আসছেন? আপাতত বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিতে পারেন বলে বোর্ড সূত্রে খবর।
তবে নতুন সভাপতির নির্বাচন হবে আগামী সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভায় (AGM)। সম্ভাব্য নামগুলির মধ্যে শোনা যাচ্ছে প্রাক্তন খেলোয়াড় ও প্রশাসক অনুরাগ ঠাকুর এবং বর্তমান কোষাধ্যক্ষ আশিষ শেলারের নাম।
রজার বিনি কে?
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রজার বিনি। তিনি সেই টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন (১৮টি উইকেট)।
অবসরের পর ক্রিকেট প্রশাসনে তার পথচলা শুরু হয় কর্নাটক স্টেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে। পরে তিনি জাতীয় নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২২ সালে সৌরভ গাঙ্গুলীর জায়গায় আসার পর তিনি বোর্ডকে নতুন দৃষ্টিকোণ দিয়েছিলেন—সংযমী কিন্তু কার্যকর নেতৃত্ব।
বোর্ডের গঠনতন্ত্র কী বলছে?
বিসিসিআইয়ের সংবিধানে বলা আছে,
“কোনো বোর্ড সদস্য বা অফিস বিয়ারার বয়স ৭০ বছরের বেশি হলে তিনি ওই পদে থাকতে পারবেন না।”
এই নিয়মই কার্যকর হয়েছে রজার বিনির ক্ষেত্রেও। এটি বোর্ডে নবীন নেতৃত্ব আসার পথ সুগম করে এবং দৃষ্টান্ত স্থাপন করে নিয়ম মেনে চলার।
বিনির পদত্যাগে মিশ্র প্রতিক্রিয়া মিলছে। কেউ বলছেন—“গঠনমূলক ও শান্ত নেতৃত্বের প্রতীক ছিলেন তিনি”, কেউ আবার বলছেন—“বোর্ডে আরও সক্রিয় নেতৃত্ব দরকার ছিল”।
তবে এটা ঠিক যে, সৌরভ গাঙ্গুলীর মতো আলোচিত না হলেও, রজার বিনি ছিলেন এক নির্ভরযোগ্য ও নীরব প্রশাসক।
আরও পড়ুন :
মনের মানুষকে প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানা, জন্মদিনে প্রেমের বার্তা পলাশের
‘তনু ওয়েডস মনু’র সেই ম্যাজিক আবার? পুজোতেই পর্দায় ফিরছেন কঙ্গনা-মাধবন, আসছে ‘সার্কল’