Breaking News

RohitSharmaSnubbed IPLLegends

IPL 2025 : আইপিএলের সর্বকালের সেরা একাদশে নেই রোহিত

আইপিএলের দীর্ঘ ১৮ মরসুমে ব্যক্তিগত পারফর্ম্যান্সের দিক থেকে সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা শন পোলক ও অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট

RohitSharmaSnubbed IPLLegends Debate Explained %%page%% %%sep%% %%sitename%%

RohitSharmaSnubbed IPLLegends

৭ মে ২০২৫ (ক্লাউড টিভি): আইপিএলে সফল অধিনায়ক রোহিত শর্মা।তার অধিনায়কত্বে ৫ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক হিসেবেও ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল রোহিত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক তিনি। অথচ আইপিএলের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি (RohitSharmaSnubbed IPLLegends ) তার।

আইপিএলের দীর্ঘ ১৮ মরসুমে ব্যক্তিগত পারফর্ম্যান্সের দিক থেকে সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা শন পোলক ও অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় প্রাক্তন এই দুই তারকা নিজেদের দেখা আইপিএলের সর্বকালের সেরা একাদশ (RohitSharmaSnubbed IPLLegends ) বেছে নেন। তাদের সেই একাদশে জায়গা হয়নি রোহিত শর্মার।

​আইপিএল ২০২৫: ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের তালিকা

১৪.৯২ গড়ে ৭১ উইকেট—বুমরার মতো বোলার ক্রিকেট দৃশ্য দেখেনি অনেকদিন

ব্যাটিং অর্ডার অনুযায়ী শন পোলক ও গিলক্রিস্ট যে সেরা একাদশ বেছে নিয়েছেন। তাতে ওপেনার হিসেবে নাম রয়েছে ক্রিস গেইল ও বিরাট কোহলির।

গেইল ছাড়া সেরা একাদশে চার বিদেশির কোটায় গিলক্রিস্টরা রেখেছেন এবি ডি’ভিলিয়র্স, স্পিনার অল-রাউন্ডার সুনীল নারিন ও পেসার লসিথ মালিঙ্গাকে। আইপিএল সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।

পোলক-গিল ক্রিস্টের আইপিএলের সর্বকালের সেরা একাদশে যারা আছেন-

১. ক্রিস গেইল- ১৪২ ম্যাচে ৪৯৬৫ রান। ৬টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৪৮.৯৬।

২. বিরাট কোহলি- ২৬৩ ম্যাচে ৮৫০৯ রান। ৮টি সেঞ্চুরি ও ৬২টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩২.৬০।

৩. সুরেশ রায়না- ২০৫ ম্যাচে ৫৫২৮ রান। ১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩৩.৭৬।

৪. এবি ডি’ভিলিয়র্স- ১৮৪ ম্যাচে ৫১৬২ রান। ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৫১.৬৮।

৫. সূর্যকুমার যাদব- ১৬১ ম্যাচে ৪০৬৯ রান। ২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৪৮.০৭।

৬. মহেন্দ্র সিং ধোনি- ২৭৫ ম্যাচে ৫৪০৬ রান। ২৪টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩৭.৮৪। ১৫৬টি ক্যাচ ও ৪৬টি স্টাম্প।

৭. রবীন্দ্র জাদেজা- ২৫১ ম্যাচে ৩২১৯ রান। ৫টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩০.৩২। বল হাতে ১৬৭টি উইকেট।

৮. সুনীল নারিন- ১৮৭ ম্যাচে ১৭২৩ রান। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৬৬.৩১। বল হাতে ১৯০টি উইকেট।

৯. জসপ্রীত বুমরাহ- ১৪০ ম্যাচে ১৭৬টি উইকেট। ইকনমি রেট- ৭.২১। ইনিংসে পাঁচ উইকেট ২ বার এবং ইনিংসে চার উইকেট ৩ বার।

১০. লাসিথ মালিঙ্গা- ১২২ ম্যাচে ১৭০টি উইকেট। ইকনমি রেট- ৭.১৪। ইনিংসে পাঁচ উইকেট ১ বার এবং ইনিংসে চার উইকেট ৬ বার।

১১. যুজবেন্দ্র চাহাল- ১৭১ ম্যাচে ২১৯টি উইকেট। ইকনমি রেট- ৭.৯৫। ইনিংসে পাঁচ উইকেট ১ বার এবং ইনিংসে চার উইকেট ৮ বার।

#IPLGreatestXI#RohitSharmaSnubbed#IPLLegends#CricketDebate#RohitSharma#IPLAllTimeXI#IndianCricket#MICaptain#CricketControversy#IPLHistory

আরও পড়ুন :

দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা করলেন ট্রাম্প

আগামী সপ্তাহে ব্রাজিল কোচ নির্বাচন, দৌড়ে এগিয়ে কে

ad

আরও পড়ুন: