Breaking News

RonaldoUpdate

ফিফা ক্লাব বিশ্বকাপে অবশেষে একই ক্লাবে খেলতে চলেছেন মেসি রোনাল্ডো ?

আল নাসর ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো, খেলতে পারেন ক্লাব বিশ্বকাপে

RonaldoUpdate: Is Ronaldo Leaving Al-Nassr? %%page%% %%sep%% %%sitename%%

RonaldoUpdate

শান্তিপ্রিয় রায়চৌধুরী | ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (RonaldoUpdate) কি সত্যিই আল-নাসর অধ্যায়ের ইতি টানছেন? এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ফুটবলবিশ্বে।
সৌদি প্রো লিগ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো নিজেই ইঙ্গিত দিয়েছেন, হয়তো তিনি আর এই ক্লাবে থাকছেন না।

রোনালদো লিখেছেন,

“এই অধ্যায় শেষ। সবার প্রতি কৃতজ্ঞ।”

পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আল-নাসরের জার্সি পরা একটি ছবি, যা যেন বিদায়ের প্রতীক।

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসর-এ যোগ দেন রোনালদো।
বিশ্বের অন্যতম আলোচিত এই চুক্তিতে রোনালদো হয়ে ওঠেন সৌদি ফুটবলের বিজ্ঞাপন। তবে সময়ের সঙ্গে ক্লাবটির পারফরম্যান্স তার উচ্চতা ধরে রাখতে পারেনি।

  • চলতি মৌসুমে আল-নাসর সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে।

  • এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট-এ সেমিফাইনালে তারা হেরে যায় জাপানের কাওয়াসাকি ফ্রনটেলি-র কাছে।

  • যদিও ব্যক্তিগতভাবে রোনালদো ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

গত বছর রোনালদো বলেছিলেন, আল-নাসরেই হয়তো ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বলছে, হয়তো সেই সিদ্ধান্তেও পরিবর্তন এসেছে।

ক্লাব বিশ্বকাপ ঘিরে ফিফার চমক: চালু হচ্ছে বিশেষ ট্রান্সফার উইন্ডো

অভাবনীয় কান্ড : ৩ কোটি ইউরো’ মাঠে ছুড়ে মেরে সমর্থকদের স্লোগান—রোনালদো বাড়ি যাও

আগামী জুনের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো থাকবে, যেখানে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দল খেলোয়াড় কিনতে পারবে।
এই ট্রান্সফার উইন্ডোতেই হয়তো রোনালদো পাড়ি জমাতে পারেন নতুন কোনো ক্লাবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই বলেছেন,

“রোনালদো ক্লাব বিশ্বকাপে কোনো একটি দলের হয়ে খেলতেও পারেন। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। যদি কেউ চায়, কে জানে—হতেও পারে!”

এই মন্তব্য রোনালদোর দলবদলের জল্পনাকে আরও জোরালো করেছে।

বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরা বলছেন,

  • রোনালদো হয়তো আবার ইউরোপে ফিরতে পারেন।

  • অথবা ক্লাব বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের কোনো এমএলএস (MLS) ক্লাবেও  যোগ দিতে পারেন।

  • কিছু সূত্রে স্পোর্টিং লিসবন ও ইন্টার মিয়ামি-র নামও ঘুরে বেড়াচ্ছে।

যদিও এই মুহূর্তে কিছুই নিশ্চিত নয়, তবে এতটুকু বলা যায়—রোনালদোর পরবর্তী গন্তব্য হবে মিডিয়া ও ফুটবলবিশ্বের অন্যতম আলোচিত ঘটনা।

রোনালদোর ক্লাব ছাড়ার সম্ভাব্য ইঙ্গিত ফুটবলপ্রেমীদের মনে নস্টালজিয়ার পাশাপাশি নতুন উত্তেজনা তৈরি করেছে।
ক্লাব বিশ্বকাপে তার নতুন যাত্রা শুরু হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন :

বিকেলে এই ৩ ধরনের খাবার এড়িয়ে চলুন: বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

জাপানের অত্যাধুনিক বারুদ বিহীন রেলগান এক নিমিষে ধ্বংস করবে চিন, উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন

ad

আরও পড়ুন: