Sachin on Rohit Sharma
শান্তিপ্রিয় রায়চৌধুরী: গত বুধবার শেষ হয়ে যায় তার ১১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ার। তিনি অবসর নিয়েছেন।মাঝের এই সময়টা কেটে গেছে প্রায় এক যুগ। শচিন টেন্ডুলকারের চোখে এখনও ভাসছে সেই সময়টায় প্রাক্তন সতীর্থের হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়ার মুহূর্তটা। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো রোহিতের সঙ্গে কাটানো আরও কিছু মুহূর্তের কথা কিংবদন্তির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আবেগঘন বার্তা দিয়েছেন শচিন টেন্ডুলকার। স্মৃতি আওড়ে ফিরে গেছেন ১২ বছর আগে রোহিতের টেস্ট অভিষেকের সেই সময়টায়।
আর কখনও সাদাদের সাথে নাও খেলতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma): সূত্র
“২০১৩ সালে ইডেন গার্ডেন্সে তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার কথা আমার মনে পড়ছে এবং আরেকদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামের বারান্দায় তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকার কথাও-তোমার পথচলাটা ছিল অসাধারণ।”
I remember presenting you with your Test cap in 2013 at Eden Gardens and then standing with you on the balcony of Wankhede Stadium the other day – your journey has been a remarkable one.
From then to now, you have given your best to Indian cricket as a player and as a captain.… pic.twitter.com/PwoQiKGvUr
— Sachin Tendulkar (@sachin_rt) May 8, 2025
“তখন থেকে এখন পর্যন্ত তুমি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছো। এমন টেস্ট ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন রোহিত এবং সামনে পথচলার জন্য শুভকামনা।”
২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক তাঁর। ভারতের ২৮০তম টেস্ট ক্রিকেটার তিনি। কলকাতায় সেই ম্যাচে ১৭৭ রান করে দলের ইনিংস ও ৫১ রানের জয়ে ম্যাচ সেরা হয়েছিলেন রোহিত।
মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্যারিয়ার শুরু করা রোহিত ২০১৯ সালে ওপেনার হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। প্রথমবার ওপেন করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। দুই ইনিংস মিলিয়ে ছক্কা মারেন ১৩টি, এক টেস্টে যা সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড। পরের টেস্টে পেয়ে যান প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ। তার টেস্ট ক্যারিয়ারের সফল অধ্যায়টুকু ইনিংস শুরু করতে নেমেই।
৬৭ টেস্ট খেলে ৪৩০১ রান করেছেন রোহিত। তার ব্যাটিং গড় ৪০.৫৭, স্ট্রাইক রেট ৫৭.০৫। নামের পাশে ১২ সেঞ্চুরির সঙ্গে আছে ১৮টি ফিফটি। তার নেতৃত্বে ২৪ টেস্ট খেলে ১২টিতে জিতেছে ভারত, ৯টিতে হেরেছে, ড্র করেছে ৩টি।
#RohitSharma #SachinTehdulkar #Debut #EdenGardens #Retirement #Testcricket
আরও পড়ুন :
শোয়েবের শহরে ভারতীয় সেনাদের বোমা বিস্ফোরণ, যা বললেন সানিয়া