Breaking News

শোয়েব মালিক সানা জাভেদ বিচ্ছেদ

তৃতীয় বিয়েও ভাঙছে? শোয়েব মালিক ও সানা জাভেদকে ঘিরে নতুন গুঞ্জন

ভারতের সানিয়া মির্জার পর এবার অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে সম্পর্কেও ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে শোয়েব মালিকের জীবনে। পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, তাদের তৃতীয় সংসারও ভাঙনের পথে।

শোয়েব মালিকের তৃতীয় বিয়েও ভাঙছে? শোয়েব মালিক সানা জাভেদ বিচ্ছেদ

শোয়েব মালিক সানা জাভেদ বিচ্ছেদ

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা শোয়েব মালিক আবারও ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর তিনি গত বছর বিয়ে করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে। তবে মাত্র এক বছর না যেতেই, তাদের সম্পর্কেও নাকি দেখা দিয়েছে ফাটল। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মালিক-সানা জুটি বিচ্ছেদের পথে হাঁটছেন

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, এক জনসমাগমে শোয়েব মালিক ভক্তদের সঙ্গে ছবি তুলছেন ও অটোগ্রাফ দিচ্ছেন। অন্যদিকে পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী সানা জাভেদ মুখ ফিরিয়ে নীরবে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে দুজনের মধ্যে কোনো যোগাযোগ দেখা যায়নি, যা থেকেই নেটিজেনদের সন্দেহ আরও ঘনীভূত হয়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই পাকিস্তান ও ভারতীয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় শুরু হয়।

যদিও এ বিষয়ে শোয়েব মালিক বা সানা জাভেদ কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে নেটিজেনরা মনে করছেন, তাদের সম্পর্কের বরফ গলছে না, বরং জমাট বাঁধছে। অনেকেই মন্তব্য করেছেন— “সানিয়ার পর এবার সানাকেও হারাতে চলেছেন শোয়েব!”

ভারত খেলে বিশ্বমানের ক্রিকেট, পাকিস্তান পড়ে আছে ক্লাব স্তরে: শোয়েব আখতার

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী এষা গুপ্তার সঙ্গে ঘনিষ্ঠতা! প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়ার ‘প্রাক্তন’

২০২৪ সালের জানুয়ারিতে হঠাৎ করেই মালিক-সানার বিয়ের ঘোষণা দিয়েছিলেন তারা। বিয়ের ছবি ভাইরাল হয়ে পড়েছিল মুহূর্তেই। পাকিস্তান থেকে ভারত— সর্বত্রই তা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু তার আগেই মালিকের ১৪ বছরের সংসার ভেঙে গিয়েছিল সানিয়া মির্জার সঙ্গে। সানিয়ার পরিবারের পক্ষ থেকে ডিভোর্সের খবর নিশ্চিত করা হলেও, তখন শোয়েব চুপ ছিলেন।

খবরে জানা যায়, সানিয়া ও শোয়েবের ডিভোর্সের কিছু মাস আগেই সানার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মালিকের, যা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। অনেকে তখনই বলেছিলেন, এই সম্পর্কের ভিত নড়বড়ে।

উল্লেখ্য, শোয়েব মালিকের এটি তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী ছিলেন ভারতের হায়দরাবাদের আয়েশা সিদ্দিকী, যার সঙ্গে প্রায় আট বছরের দাম্পত্য জীবন কাটান তিনি। সেই সম্পর্ক ভাঙার পর ২০১০ সালে বিয়ে করেন টেনিস তারকা সানিয়া মির্জাকে। তাদের এক পুত্র সন্তান রয়েছে — ইজহান মালিক, বর্তমানে তিনি মায়ের সঙ্গে দুবাইয়ে থাকেন।

সানিয়া মির্জা সবসময়ই শোয়েবের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন। এমনকি দ্বিতীয় বিয়ের পরও কোনো মন্তব্য করেননি। কিন্তু এবার, তৃতীয় বিয়ের সম্ভাব্য ভাঙনের খবর সামনে আসায় আবারও চর্চায় উঠে এসেছে শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, সম্পর্কে দূরত্ব বাড়ছে মালিক-সানার মধ্যে। তারা একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে আর কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। এমনকি সাম্প্রতিক ইভেন্টগুলিতেও একসঙ্গে উপস্থিত হননি। সবকিছু মিলিয়ে নেটিজেনরা মনে করছেন— “তৃতীয়বারও কি ব্যর্থ হতে চলেছেন শোয়েব মালিক?”

ক্রিকেট মাঠে তাঁর পারফরম্যান্স যেমন ছিল অনবদ্য, তেমনি মাঠের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও যেন বিতর্কের কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কতটা সত্যি প্রমাণিত হয়।

আরও পড়ুন :

৭৫ বছরে পদার্পণ — বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করল চারের পল্লী সার্বজনীন শ্যামাপুজো কমিটি

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী : ইমিউন সিস্টেমের রহস্য উদ্ঘাটনে যুগান্তকারী অবদান

ad

আরও পড়ুন: