Breaking News

Shubman Gill

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গিলসহ চার ভারতীয় ক্রিকেটারকে তলব সিআইডির

আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শুভমান গিলসহ চার ভারতীয় ক্রিকেটারকে তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Shubman Gill

Shubman Gill

ক্লাউড টিভি ডেস্ক: আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শুভমান গিলসহ (Shubman Gill) চার ভারতীয় ক্রিকেটারকে তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গুজরাট ভিত্তিক আহমেদাবাদ মিরর পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেস নামের এক আর্থিক পরিষেবা কোম্পানিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন গিল (Shubman Gill), সাই সুদর্শন, মোহিত শর্মা ও রাহুল তেওয়াতিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে।

বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেস তার গ্রাহকদের ব্যাংকের চেয়ে ভালো সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিনিয়োগকারীরা বুঝতে পারেন, প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে প্রতারণা করছে। আসলে এটি পনজি স্কিম চালায়। যার মানে, নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে আদায় করা অর্থ পুরোনো বিনিয়োগকারীদের ফিরিয়ে দেয়া। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান বিনিয়োগকারীরা।

আজ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভূপেন্দ্রসিং জালাকে গ্রেফতার করেছে সিআইডি। তার নামে ৪৫০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ভূপেন্দ্রসিংকে গ্রেফতারের পর তিনি সিআইডিকে গিল (Shubman Gill), সুদর্শন, মোহিত ও তেওয়াতিয়ার নাম বলেন।

প্রতিষ্ঠানটিতে সবচেয়ে বেশি ১ কোটি ৯৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন গিল। আইপিএলের দল গুজরাট টাইটান্সের বাকি তিন সতীর্থের বিনিয়োগ ১০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে।

বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে গিল (Shubman Gill) এখন অস্ট্রেলিয়ায়। তাই আপাতত তাকে পাচ্ছে না সিআইডি। তদন্তে কাজে সহযোগিতার জন্য সুদর্শন, মোহিত ও তেওয়াতিয়াকে ডাকা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে দেশে ফিরলে ডাকা হবে গিলকেও।

ভাড়া বাড়িতে থাকা টিম ইন্ডিয়ার অলরাউন্ডার নিতিশ কুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে বাবার চোখের জল মুছিয়ে দিলেন

বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই

ad

আরও পড়ুন: