ShubmanGill 37thCaptain
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হল। ২০ জুন ২০২৫, শুক্রবার লিডসে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে শুভমান গিল ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক (ShubmanGill 37thCaptain ) হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন।
২৩ বছর বয়সে টেস্ট অভিষেক করা শুভমান গিল এরইমধ্যে নিজের ব্যাটিংয়ে প্রতিভার ছাপ রেখেছেন। এবার অধিনায়ক হিসেবেও তাঁর মূল্যায়নের সময় শুরু হল।
শুভমান গিল ভারতের নতুন টেস্ট অধিনায়ক, ইংল্যান্ড সিরিজে নেতৃত্ব দেবেন ২৫ বছর বয়সী তরুণ
সারা টেন্ডুলকার না সারা আলি খান? জবাব দিলেন শুবমান গিল, জানালেন আসল সত্যি
ভারতের টেস্ট নেতৃত্বের ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৩২ সালে সিকে নাইডু থেকে শুরু করে জাসপ্রিত বুমরাহ পর্যন্ত ৩৬ জন ক্রিকেটার ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন। শুভমান গিল এই তালিকায় সর্বশেষ সংযোজন।
ক্র. | অধিনায়ক | নেতৃত্বকাল | ম্যাচ |
---|---|---|---|
১ | সিকে নাইডু | ১৯৩২-৩৪ | ৪ |
১৪ | মনসুর আলী খান পতৌদি | ১৯৬২-৭৫ | ৪০ |
১৮ | সুনীল গাভাস্কার | ১৯৭৬-৮৫ | ৪৭ |
২১ | কপিল দেব | ১৯৮৩-৮৭ | ৩৪ |
২৬ | শচীন টেন্ডুলকার | ১৯৯৬-২০০০ | ২৫ |
২৭ | সৌরভ গাঙ্গুলি | ২০০০-২০০৫ | ৪৯ |
২৮ | রাহুল দ্রাবিড় | ২০০৩-২০০৭ | ২৫ |
৩১ | এম এস ধোনি | ২০০৮-২০১৪ | ৬০ |
৩২ | বিরাট কোহলি | ২০১৪-২০২২ | ৬৮ (সর্বোচ্চ) |
৩৫ | রোহিত শর্মা | ২০২২-২০২৪ | ২৪ |
৩৬ | জাসপ্রিত বুমরাহ | ২০২২-২০২৫ | ৩ |
৩৭ | শুভমান গিল | ২০২৫-বর্তমান | (বর্তমান) |
বিরাট কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক, মোট ৬৮ টেস্ট নেতৃত্ব দিয়ে ৪০টি জয়।
ধোনি নেতৃত্বে ভারতের অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (৬০ টেস্ট)।
সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত টেস্টে বিদেশে নিজেদের পোক্ত করে তোলে।
জাসপ্রিত বুমরাহ ছিলেন ভারতের প্রথম ফাস্ট বোলার অধিনায়ক।
গত কয়েক বছরে শুভমান গিল নতুন প্রজন্মের একজন মুখ্য প্রতিনিধি হয়ে উঠেছেন। ২০২৫ সালের ইংল্যান্ড সফরের মতো কঠিন পরীক্ষায় অধিনায়কত্ব পাওয়া গিলের জন্য বড় দায়িত্ব। ইতিমধ্যে লিডসে তাঁর নেতৃত্বে ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান তোলে, যেখানে গিল নিজেই করেন ১৪৭ রানের অনবদ্য ইনিংস।
তাঁর অধীনে ভারত কতটা সফল হবে, তা সময়ই বলবে। তবে শুরুটা ইতিবাচকই বলা যায়।
আরও পড়ুন :
২৫ জুন থেকে শুরু কলকাতা লিগ, মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ ১৯ জুলাই
ইংল্যান্ডে কোহলির যে রেকর্ড ভাঙা সহজ নয়,তবে নতুন যুগের সূচনাটা ভালোই হল