শুভমান গিলের পাঁচ দিনের না ধোওয়া, ধুলো-মাটি, ঘামের দাগ সহ জার্সি নিলামে বিক্রি হল ৫ লাখ টাকায়

লর্ডস টেস্টে শুভমান গিলের পরা, ধুলো-মাটি মাখা ও স্বাক্ষরযুক্ত বিশেষ জার্সি নিলামে বিক্রি হল ৫.৪১ লাখ টাকায়। নিলামের আয় যাবে অ্যান্ড্রু স্ট্রাউসের ‘রেড ফর রুথ’ দাতব্য তহবিলে।