এক ইনিংসেই শুভমান গিলের ৫ রেকর্ড: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন তরুণ অধিনায়ক

শুভমান গিল এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে এক ইনিংসেই গড়েছেন ৫টি রেকর্ড। গাভাস্কারকে ছাড়িয়ে ইংল্যান্ডে সর্বোচ্চ স্কোর, ওয়ানডে ও টেস্টে ডাবল সেঞ্চুরি, বিদেশে ডাবল করা প্রথম এশিয়ান অধিনায়ক—সব মিলিয়ে এক ঐতিহাসিক ইনিংস উপহার দিয়েছেন গিল।