Mohanbagan Metro station
ক্লাউড টিভি ডেক্স : শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগানের নামে কি খুব দ্রুত কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশনের (Mohanbagan Metro station) নামকরণ হতে চলেছে? শনিবার মোহনবাগানের বার্ষিক সভায় এ নিয়ে ভীষণই একটা ইতিবাচক জবাব দিয়েছেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত। তিনি ঠিক কী বলেছেন? সচিব বলছেন, ‘শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ মোহনবাগানের নামে হতে পারে। এটা বাস্তবায়িত করার দিকে আমাদের বর্তমান কমিটি এগিয়েছে। আমরা এই প্রস্তাব নিয়ে কাজ করা শুরু করেছি। এ ব্যাপারে নো অবজেকশন লাগে রাজ্য সরকারের। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশন দিয়েছেন। তা পাঠানোও হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয়। তাই কিছুটা সময় লাগছে। রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান (Mohanbagan Metro station)।’
এমনিতে যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর সৌজন্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিন শহরের গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলাতেও মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। এই নিয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে একাধিক রুট।
আর এসবের মাঝেই মোহনবাগানের নামে মেট্রো স্টেশন (Mohanbagan Metro station) হচ্ছে কিনা সেটাই দেখার।
শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ ঐতিহ্য শালী মোহনবাগানের নামে হলে এটি ক্লাবের ইতিহাসে একটি নতুন অধ্যায় সংযোজন করবে।
আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?