SouvikChakraborty EastBengalFC
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ইমামি ইস্টবেঙ্গল এফসি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের ঘোষণা দিল। ক্লাবের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌভিক এখন ২০২৬-২৭ মরসুম পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি (SouvikChakraborty EastBengalFC) গায়ে খেলবেন।
২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন সৌভিক। গত তিন বছরে ক্লাবের হয়ে ৬৫টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি, করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। যদিও সংখ্যার বিচারে এই অবদান সীমিত মনে হতে পারে, তবে একজন রক্ষণাত্মক মিডফিল্ডারের জন্য তার পরিসংখ্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দল বদলের গুঞ্জন থামিয়ে দিলেন বিষ্ণু, দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে থাকছেন তরুণ তারকা
ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে
বিশেষ করে ২০২৪-২৫ আইএসএল মরসুমে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। ২০টি ম্যাচে করেছেন ৬৬টি রিকভারি, ২১টি ক্লিয়ারেন্স, ১৯টি ইন্টারসেপশন, ৪৪টি সফল ডুয়েল এবং ১২টি সফল এরিয়াল ডুয়েল। তাঁর পাসিং অ্যাকুরেসি ছিল ৭৮ শতাংশ, যা ক্লাবের মিডফিল্ডে ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রেখেছে।
এছাড়া এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে সৌভিক একটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন, যা প্রমাণ করে তিনি প্রয়োজনের সময় সামনে এগিয়ে আসতে পারেন।
ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজ়ো সৌভিকের প্রশংসা করে বলেন,
“সৌভিক শুধু একজন দক্ষ ফুটবলারই নন, তিনি ক্লাবের আদর্শকে মেনেই চলেন। এমন পেশাদার ফুটবলার আমাদের স্কোয়াডে থাকাটা সৌভাগ্যের।”
চুক্তি নবায়নের পর সৌভিক নিজেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন—
“ইস্টবেঙ্গল আমার দ্বিতীয় পরিবার। এই ক্লাবের হয়ে আরও তিন বছর খেলতে পারা গর্বের।”
আরও পড়ুন :
ট্যুর দ্য ফ্রান্সে কোফিদিসের ১১টি LOOK বাইক চুরি – কী ঘটলো ও পরিণতি কী?