Sunil Valson
শান্তি রায় চৌধুরী : সুনীল ওয়ালসন (Sunil Valson)। একজন ভারতীয় বাঁ হাতি পেসার। ঘরোয়া ক্রিকেটে দিল্লি ও রেলওয়ে খেলতেন। ভারতের জাতীয় দলের ক্রিকেটার হওয়া সত্ত্বেও তাঁর নামটা কিন্তু ক্রিকেটপ্রেমীদের কাজে বেশ অপরিচিত! কারণ তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কোনদিন মাঠে নামার সুযোগ পাননি।
সুনীল ওয়ালসন (Sunil Valson)প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫.৩৫ গড়ে ২১২ উইকেট নিয়ে বেশ সম্ভাবনা জাগিয়েছিলেন। ফলস্বরূপ, ১৯৮৩ বিশ্বকাপে ভারতের জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নেন এই বাঁ হাতি পেসার। কিন্তু কপিল দেব ও বলবিন্দর সিংদের মতো পেসারের কারণে বিশ্বকাপ একাদশে জায়গা পাওয়া তাঁর কাছে কঠিন হয়ে দাঁড়ায়। বিশ্বকাপ প্রস্ততি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও যথেষ্ট ভালো বোলিং করেন তিনি। তা সত্ত্বেও বিশ্বকাপ একাদশে সুযোগ হয়নি সুনীল ওয়ালসনের(Sunil Valson)।
ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: যে কিংবদন্তি ক্রিকেটার মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন!
২০২৬ ফিফা বিশ্বকাপ: মার্কিন অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলার যোগ হবে
সবাইকে অবাক করে দিয়ে ১৯৮৩তে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিসকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ছিল কপিলের ভারত। অথচ আন্তর্জাতিক কোন ম্যাচ না খেলেই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের তালিকায় নাম লেখায় সুনীল (Sunil Valson)! অর্থাৎ কোন ম্যাচ না খেলেই সুনীল হয়ে গিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন!
বিশ্বকাপের পরেই তিনি কলকাতায় এসেছিলেন রঞ্জি ট্রফি খেলতে। পার্ক স্ট্রিটের একটা হোটেলে বসে সাক্ষাৎকার দেয়ার সময় তিনি যখন ভারতের বিশ্বকাপ জয়ের কথা বলছিলেন তখন কিন্তু তাঁকে বিশ্বকাপে একটা ম্যাচ না খেলার জন্য হতাশই দেখাচ্ছিল।
আরও পড়ুন :
গৃহযুদ্ধ, দুর্যোগ আর দারিদ্র্যের ত্রিমুখী সঙ্কটে বিপর্যস্ত মিয়ানমার
শাহরুখ কন্যা সুহানার মা হচ্ছেন দীপিকা
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS