SuperCup2025 ISLFuture
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্লাব ফুটবলে বড় পরিবর্তনের ইঙ্গিত। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তার কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবার সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত (SuperCup2025 ISLFuture) নিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বলে জানানো হয়েছে।
আইএসএল মূলত সেপ্টেম্বরের দিকে শুরু হতো। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, বিভিন্ন ক্লাবের মধ্যে ফেডারেশন ও লিগের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে, সেপ্টেম্বরে খালি থাকা ‘উইন্ডো’-তে সুপার কাপ বসানো হচ্ছে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, “আমরা সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করছি।”
তিনি আরও বলেন, “অনেক ক্লাব এখনো প্রাক-মৌসুম প্রস্তুতির পর্যায়ে আছে। অনেক বিদেশি ফুটবলার এখনো ফিরেনি। তাই ৬-৮ সপ্তাহের একটা প্রস্তুতির সময় আমরা রাখছি।”
এআইএফএফ সভাপতি জানান, এবারে সুপার কাপ শুধুই প্রস্তুতির টুর্নামেন্ট নয়। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রাথমিক পর্বে অংশগ্রহণ করার। অর্থাৎ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগও জুটবে।
সম্প্রতি এআইএফএফ প্রেসিডেন্ট বিভিন্ন আইএসএল ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে বিভিন্ন ক্লাবের স্বার্থ, পরিকল্পনা ও শিডিউল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকের পরেই সুপার কাপ আয়োজন নিয়ে ঐকমত্যে পৌঁছায় ফেডারেশন।
সূত্রের খবর, আগের মতোই এই সুপার কাপেও অংশ নেবে আইএসএল ও আই-লিগের শীর্ষ দলগুলো। সম্ভাব্য অংশগ্রহণকারী ক্লাবগুলির তালিকা এখনো প্রকাশিত হয়নি, তবে এটিকে ঘিরে উৎসাহ তুঙ্গে। বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি-র মতো দলগুলি টুর্নামেন্টে অংশ নিলে এটি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে।
বিশেষজ্ঞদের মতে, সুপার কাপের এমন আয়োজন ভারতীয় ক্লাব ফুটবলের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। কারণ এই মুহূর্তে দেশের ফুটবলে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে আর্থিক সংকটে ক্লাবগুলির অংশগ্রহণে ভাটা পড়েছে। সেই প্রেক্ষিতে একটি টুর্নামেন্ট যেমন মাঠে খেলার সুযোগ তৈরি করবে, তেমনি সমর্থকদের জন্যও উদ্দীপনার বার্তা নিয়ে আসবে।
পুদুচেরি এবং টেনকাসিতে চেন্নাই সুপার কিংস ক্রিকেট একাডেমি করবে
আইএসএলের ভবিষ্যৎ ঘিরে দুঃস্বপ্ন! এফএসডিএল-এআইএফএফ চুক্তি জট, বন্ধ হতে পারে লীগ?
একইসঙ্গে, এই টুর্নামেন্টের মাধ্যমে ঘরোয়া খেলোয়াড়দের সুযোগ তৈরি হবে নিজেদের প্রমাণ করার। ভারতীয় ফুটবলের পাইপলাইন তৈরিতে সুপার কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মত ফুটবল মহলের।
তবে বড় প্রশ্ন, আইএসএল-এর ভবিষ্যৎ কী? কল্যাণ চৌবে এই বিষয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন, “আমরা চাই দেশের ফুটবল ক্যালেন্ডারটি আরও ভারসাম্যপূর্ণ হোক। সেই লক্ষ্যেই সুপার কাপের মতো টুর্নামেন্টকে সামনে আনা হচ্ছে।”
সুপার কাপের ফরম্যাট, ভেন্যু এবং সম্প্রচারের বিষয়ে পরবর্তী সভায় বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এআইএফএফ। তবে এখন থেকেই ফুটবলপ্রেমীদের নজর এই নতুন টুর্নামেন্টে।
আরও পড়ুন :
শুভমান গিল এখনই পেছনে ফেলেছেন শচীন-কোহলিকে? পরিসংখ্যানে চমকে দিচ্ছে নতুন ‘টেস্ট কাণ্ডারি’
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে সিরাজ, আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে লাফ একাধিক তারকার