ইন্ডিয়ান সুপার লিগের আগে সুপার কাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে এআইএফএফ

ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার মধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সুপার কাপ আয়োজনের পরিকল্পনা করছে। এই টুর্নামেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে এবং এটি ভারতের ক্লাব ফুটবলের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।