ম্যাচের শেষে করলেন না করমর্দন, পাকিস্তানকে হারিয়ে সূর্যকুমার যাদবের জয় উৎসর্গ ভারতীয় সেনাদের

পাহেলগামে শহিদ সেনাদের স্মরণে পাকিস্তানের বিপক্ষে জয় উৎসর্গ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে তিনি জানালেন, শহিদদের আত্মত্যাগই তাঁর অনুপ্রেরণা। দেশজুড়ে প্রশংসার ঝড়, তবে সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক।