T20LegendsCup
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর! আবারও মাঠে নামছেন সেইসব ক্রিকেটাররা, যাঁরা একসময়ে মাঠে ঝড় তুলেছেন ছক্কা, চার আর দুর্দান্ত পারফরম্যান্সে। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে World Championship of Legends—কিংবদন্তিদের নিয়ে বিশেষ একটি টি-টোয়েন্টি (T20LegendsCup) টুর্নামেন্ট। এবারের আসরটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে এবং এতে থাকছেন একঝাঁক আন্তর্জাতিক তারকা, যাঁদের অনেকেই ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন।
ক্রিস গেইল–এই নামটাই যথেষ্ট! সঙ্গে থাকছেন আরও চার ক্যারিবিয়ান দানব—কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ এবং লেন্ডল সিমন্স। এঁরা সবাই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের হয়ে। শুধু তাই নয়, দলে রয়েছেন টেস্ট ক্রিকেটের ‘দেয়াল’ হিসেবে পরিচিত শিবনারায়ণ চন্দরপল।
পেস অ্যাটাকে ঝড় তুলতে প্রস্তুত ফিদেল এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেল—তাঁদের কেউ একজন বল হাতে থাকলেই প্রতিপক্ষের রাতের ঘুম উড়ে যেত।
প্রথম আসরের মতো এবারও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যুবরাজ সিং। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালে ভারত শিরোপা জিতেছিল। এবারে তাঁকে সঙ্গ দিতে মাঠে নামবেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান এবং ইউসুফ পাঠান।
এই টুর্নামেন্টে আবারও দেখা যাবে ভারতের পুরনো প্রিয় ব্যাটিং লাইন-আপ, যারা একসময় প্রতিপক্ষের ওপর আগুন বর্ষণ করত।
বিশ্ব ক্রিকেটের অন্যতম স্টাইলিশ এবং ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স খেলবেন দক্ষিণ আফ্রিকার হয়ে। তাঁর ব্যাটিং মানেই অপ্রতিরোধ্য আকর্ষণ। “৩৬০ ডিগ্রি প্লেয়ার” আবারও তাঁর পুরনো ছন্দে ফিরতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চারটি মাঠে:
এজবাস্টন
নর্দাম্পটন
লেস্টার
হেডিংলি
টুর্নামেন্টের ফরম্যাট রাউন্ড-রবিন—অর্থাৎ প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর বিরুদ্ধে খেলবে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল বা নকআউট রাউন্ডে।
ফাইনাল অনুষ্ঠিত হবে ২ আগস্ট, এজবাস্টনে।
১. ভারত
২. পাকিস্তান
৩. অস্ট্রেলিয়া
৪. দক্ষিণ আফ্রিকা
৫. ইংল্যান্ড
৬. ওয়েস্ট ইন্ডিজ
প্রত্যেক দলে রয়েছেন সেই দেশের অন্যতম কিংবদন্তি ক্রিকেটাররা। প্রতিটি ম্যাচেই থাকছে নস্টালজিয়ার ঝলক এবং অগাধ বিনোদন।
আরও পড়ুন :
ইরান-ইসরায়েল সংঘর্ষে তেলের দাম বাড়ছে, কিন্তু ভারত কতটা চাপে?
একে একে ঝরে পড়ছে খামেনেইয়ের ছায়া সৈনিকরা! ইরানের শীর্ষ কমান্ডে শূন্যতা ও শঙ্কা