Breaking News

TembaBavuma CricketMandela

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এক ‘ম্যান্ডেলা’ জন্মালেন – তেম্বা বাভুমা

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক তেম্বা বাভুমা এবার যেন ক্রিকেট মাঠে হয়ে উঠলেন ম্যান্ডেলার প্রতিচ্ছবি। দলকে এক করে ইতিহাস গড়লেন, ঠিক যেমন করে ম্যান্ডেলা এক করেছিলেন গোটা জাতিকে।

TembaBavuma CricketMandela: A New Era in Cricket %%page%% %%sep%% %%sitename%%

TembaBavuma CricketMandela

শান্তিপ্রিয় রায়চৌধুরী । ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  তুলনাটা হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু বাস্তবতা বলছে—এই তুলনা অমূলক নয়।দক্ষিণ আফ্রিকার মানুষ জাতিগত বৈষম্য, নিপীড়ন, ঘৃণা আর দীর্ঘশ্বাসের ইতিহাস বয়ে বেড়িয়েছে বহু বছর। মাঠে হোক কিংবা মাঠের বাইরে, এই ক্ষত এখনও তাজা। এমনই এক সময় ক্রিকেট মাঠে এক নতুন ম্যান্ডেলা হয়ে উঠলেন তেম্বা বাভুমা (TembaBavuma CricketMandela)—দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্রথম পূর্ণ সময়ের কৃষ্ণাঙ্গ অধিনায়ক।

লর্ডসে ইতিহাস গড়ল প্রোটিয়ারা, অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছরের অপেক্ষার অবসান

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান

ইতিহাস আর প্রতীক একসঙ্গে হয়ে গেল

নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খেটেও লড়াই ছাড়েননি। জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন ভালোবাসা দিয়ে। আর তেম্বা বাভুমা লড়লেন মাঠে—বিদ্রুপ, বৈষম্য আর ট্রোলের বিরুদ্ধে। কেউ বলেছে তিনি “কোটার খেলোয়াড়”, কেউ বলেছে তার উচ্চতা নিয়ে কটাক্ষ। ৫ ফুট ৩ ইঞ্চির বাভুমা অনেকের কাছে ঠাট্টার পাত্র ছিলেন।

তবুও তিনি ভাঙলেন প্রতিটা দুঃস্বপ্নের দেয়াল। কোটা-ট্যাগ, বর্ণবিদ্বেষ, প্রতিপক্ষের আগ্রাসন—সবকিছুর ওপরে উঠে নেতৃত্ব দিলেন এমন এক দলকে, যাদের দুঃখ আর “চোকার্স” খেতাব বহুকাল ধরে গায়ে লেগে ছিল।


হিরোদের ব্যর্থতা, একজন বাভুমার সাফল্য

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করেছেন বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটাররা—হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ কিংবা ডোনাল্ড। কিন্তু তারা কেউই আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জেতাতে পারেননি দেশকে।

১৯৯৮ সালের চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া দক্ষিণ আফ্রিকার সাফল্যের খাতা দীর্ঘদিন ফাঁকা ছিল। একের পর এক ব্যর্থতা, সেমিফাইনালে হেরে যাওয়া, বা ফাইনালে উঠে হোঁচট খাওয়ার ইতিহাসে শুধু হতাশাই যোগ হয়েছে।


এবার ইতিহাস বদলাল, দেশ এক হলো

২০২৫ সালে এসে সেই ইতিহাস এবার নতুন রূপ পেল। দক্ষিণ আফ্রিকা এবার উঠে এসেছে সাফল্যের চূড়ায়। তাতে নেতৃত্বে রয়েছেন সেই বাভুমা, যাকে একসময় কেউ গোনায় ধরেনি।
এ যেন ম্যান্ডেলার দীর্ঘ ২৭ বছরের যন্ত্রণার মুক্তির মতোই—এক জাতীয় উচ্ছ্বাস, এক মিলনের মুহূর্ত। এবার আর শুধু জয় নয়, এ জয় একটি জাতির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প।

বাভুমা যে শুধু একটা টুর্নামেন্ট জেতাননি, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে এক নতুন মেরুদণ্ড দিয়েছেন—নতুন ভাষা দিয়েছেন নেতৃত্বের, যেখানে গায়ের রঙ নয়, চরিত্রই প্রধান।

আরও পড়ুন :

১০০ কোটি ডলারের ফিফা ক্লাব বিশ্বকাপ: কে কত পাচ্ছে জানলে চোখ কপালে উঠবে!

ক্লাব বিশ্বকাপে খেলবেন ডাকাতি মামলায় অভিযুক্ত আর্জেন্টাইন ডিফেন্ডার! অবশেষে মিলল মার্কিন ভিসা

ad

আরও পড়ুন: