Breaking News

HasinJahan MaintenanceCase

সাত বছরের আইনি লড়াই শেষে হাসিন জাহান পেলেন ন্যায়বিচার

"সাত বছরের আইনি লড়াই শেষে হাসিন জাহান পেলেন ন্যায়বিচার—মেয়ের ভরণপোষণ ও নিজের খরচ বাবদ শামিকে মাসে ৪ লাখ টাকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্রিকেটার স্বামীর বিপুল আয় বিবেচনায় নিয়েই এই রায়।"

HasinJahan MaintenanceCase: Court's Latest Ruling %%page%% %%sep%% %%sitename%%

HasinJahan MaintenanceCase

ক্লাউড টিভি  স্পোর্টস ডেস্ক :   ভারতের জাতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এবং তাদের কন্যাসন্তানের জন্য প্রতি মাসে ৪ লাখ টাকা ভরণপোষণ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দীর্ঘ সাত বছর ধরে চলা এই আইনি লড়াইয়ে অবশেষে হাসিন জাহান পেলেন কাঙ্ক্ষিত রায়।

এর আগে আলিপুর জেলা আদালত শামিকে মাসিক ১.৩ লাখ টাকা ভরণপোষণ দিতে বলেছিল। যদিও শুরুতে এই অঙ্ক ছিল মাত্র ৮০ হাজার টাকা, যা পরে জেলা জজ বাড়িয়ে ১.৩ লাখ করেন। তবে শামি এই রায়ে অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টে আপিল করেন। শুনানির পর বিচারপতি অজয় কুমার মুখার্জি ভরণপোষণের পরিমাণ আরও বাড়িয়ে মাসিক ৪ লাখ টাকা নির্ধারণ করেন।

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা

সুপ্রিম কোর্টের রায়ে কোণঠাসা ‘অযোগ্য’ শিক্ষকেরা

হাসিন জাহানের আইনজীবী আদালতে জানান, তাঁর মাসিক আয় মাত্র ১৬ হাজার টাকা, যা আসে ব্যাংকের স্থায়ী আমানত থেকে। এই অর্থে কন্যা আয়রার পড়াশোনা ও দৈনন্দিন ব্যয় নির্বাহ সম্ভব নয়। তিনি দাবি করেন, বিয়ের সময় তাঁরা স্বচ্ছলভাবে জীবনযাপন করতেন এবং এখন সেই মান বজায় রাখা প্রয়োজন।

অন্যদিকে শামির আইনজীবী যুক্তি দেন, হাসিন নিজেও একজন প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রী। বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণা থেকে তাঁর মাসিক আয় ৫ লাখ টাকার মতো। উপরন্তু তাঁর নিজস্ব এফডি থেকেও ভালো আয় হয়। তাই শামির পক্ষে ৪ লাখ টাকা মাসে দেওয়া বাস্তবসম্মত নয়।

তবে আদালত একমত হয়নি এই যুক্তির সঙ্গে। বিচারপতি বলেন, “মেয়ের ভবিষ্যৎ ও মায়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্বের অংশ।” তিনি আরও বলেন, “শামির বার্ষিক আয় ৭ কোটির বেশি, অর্থাৎ মাসিক প্রায় ৬০ লাখ টাকা। এমন অবস্থায় ৪ লাখ টাকা কোনো অস্বাভাবিক পরিমাণ নয়।”

রায়ের পর হাসিন বলেন, “সাত বছর ধরে লড়ছি, নিজের অধিকার ও সন্তানের ভবিষ্যতের জন্য। অনেক কিছু হারিয়েছি, মেয়েকে ভালো স্কুলেও দিতে পারিনি। আদালতের রায়ে এবার বিচার পেলাম। আমি কৃতজ্ঞ।”

এই রায় শুধু একটি বিচ্ছিন্ন পারিবারিক মামলার সমাধান নয়, বরং একটি বড় বার্তা—সেলিব্রিটি বা উচ্চ আয়ের ব্যক্তিরাও আইনের ঊর্ধ্বে নন। এটি আরও দেখায়, নারীদের আর্থিক স্বাধীনতা ও সন্তানের মৌলিক অধিকার রক্ষায় আদালত কতটা সক্রিয়।

এছাড়া এই রায়ের মধ্য দিয়ে ভরণপোষণ ধারার প্রয়োগে ‘স্বাভাবিক জীবনযাত্রা’ বজায় রাখার বিষয়টি নতুন গুরুত্ব পেল।

আরও পড়ুন :

অবশেষে মানোলো মার্কোয়েজের বিদায়: ভারতের ফুটবল দল নতুন কোচের সন্ধানে

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫: কোয়ার্টার ফাইনালের লড়াই জমে উঠেছে, এক নজরে সময়সূচি ও সম্ভাবনা

ad

আরও পড়ুন: