সাত বছরের আইনি লড়াই শেষে হাসিন জাহান পেলেন ন্যায়বিচার

“সাত বছরের আইনি লড়াই শেষে হাসিন জাহান পেলেন ন্যায়বিচার—মেয়ের ভরণপোষণ ও নিজের খরচ বাবদ শামিকে মাসে ৪ লাখ টাকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্রিকেটার স্বামীর বিপুল আয় বিবেচনায় নিয়েই এই রায়।”