অবশেষে উন্মোচিত জোটার মৃত্যুর রহস্য: অতিরিক্ত গতিই কাল হল

লিভারপুল ও পর্তুগিজ জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোটার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল ফুটবল দুনিয়া। এবার স্প্যানিশ পুলিশের তদন্তে স্পষ্ট—অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোই ঘটনার মূল কারণ। দুর্ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন জোটাই।