Transfer rumours
ক্লাউড টিভি ডেক্স : প্রতি বছর দলবদল মরসুমেই কিছু না কিছু খেলোয়াড়ের জন্য দলবদলটা এক রোমাঞ্চ জাগায়। ২০২৫ সালটা হতে যাচ্ছে সেই বিশেষ বছর। এ বছরই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বেশ কিছু নামী ফুটবলারের। যে খেলোয়াড়দের ভিড়ে রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, মোহাম্মদ সালাহ, কেভিন ডি ব্রুইনা, ভার্জিল ফন ডাইকের মতো সব বড় বড় নাম।
৩৯ বছর বয়সী রোনালদো, ৩৭ বছরের মেসি আর ৩২ বছরের নেইমারদের কেউই এখন ইউরোপীয় লিগে খেলেন না। সম্ভাব্য পরবর্তী ক্লাবের নাম হিসেবে শীর্ষ পাঁচ লিগের আলোচনাও জোরালো নয়। তবু নামগুলো রোনালদো, মেসি, নেইমার বলেই কৌতূহল অনেকের।
সৌদি লিগে খেলা রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। এই মুহূর্তে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া (২০ কোটি ইউরোর বেশি) তারকা ফরোয়ার্ড । তিনি এবার চুক্তি নবায়ন করবেন কি না, এখনো স্পষ্ট নয়। তবে গত মাসে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে তার ভবিষ্যৎ প্রশ্নে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী শুধু বলেছেন, ‘আগামীতে যেকোনো কিছ ঘটতে পারে।’
এই প্রশ্নের উত্তরে লিওনেল মেসিও কিন্তু একই কথা বলছেন। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া এই আর্জেন্টাইন তারকার
এমএলএসের সঙ্গে চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের লিগটি ইউরোপ বা সৌদি আরবের মতো জুলাই–জুন চক্রে চলে না, ফেব্রুয়ারিতে শুরু হয়ে নভেম্বরে শেষ হয়। মেসির চুক্তিও ওই পর্যন্তই। ২০২২ বিশ্বকাপের পর থেকে খেলে যাওয়া মেসি ২০২৬–এও মায়ামিতে থাকবেন কি না, তা এখনো অজানা। ট্রান্সফার মার্কেটে যাঁর দাম এখন ২ কোটি ইউরো। তবে এই মেসিকে আগামী বছরও রেখে দেওয়ার জন্য ইন্টার মায়ামির সহ মালিক জর্জ ম্যাস মরিয়া। তবে সামনের বছর মার্কিন মুলুকে বিশ্বকাপ হওয়ার জন্য মেসি হয়তো সেখানে থেকেও যেতে পারেন।
আর নেইমার যিনি দু বছর আগে মেসির সঙ্গে একই সময়ে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে গিয়েছেন তিনি এবার কি করবেন । তার ক্ষেত্রে সমস্যাটা বিরাট রয়েছে। কারণ চোটের কারণে বেশির ভাগ সময় ক্লাবকে সার্ভিস দিতে পারেননি। ছিলেন মাঠের বাইরে। গত দেড় বছরে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। সুস্থ হয়ে কয়েক মাস আগে মাঠে ফিরলেও আবারো ইনজুরি তে পড়েছেন। রয়েছেন শিগগিরই মাঠে ফেরার অপেক্ষায়। তবে তা যাই হোক নেইমারের আল হিলাল অধ্যায়ের সমাপ্তি অনেকটাই নিশ্চিত। হয়তো নতুন ঠিকানা মায়ামি কিংবা ব্রাজিলেরই কোনো ক্লাব।
নেইমারের সৌদি আরব ছাড়ার জন্য সেই জায়গায় অনেকটাই নিশ্চত মোহাম্মদ সালাহ। ৩৩ বছর বয়সী এই লিভারপুল তারকার চুক্তি শেষ হচ্ছে জুনে। প্রিমিয়ার লিগে ক্লাব রেকর্ড ১৭০ গোল করা এই ফরোয়ার্ডকে নিতে এবার উঠে পড়ে লেগেছে আল হিলাল ও আল ইত্তিহাদ। এর বাইরে অবশ্য ফ্রান্সের পিএসজিও তাকে নিতে বেশ আগ্রহী।
শীতকালীন দলবদলে নজর থাকবে বেশ কয়েকজন হাই প্রোফাইল তারকার দিকে